বই - পাউডার কৌটোর টেলিস্কোপ
লেখক - স্বপ্নময় চক্রবর্তী
স্বপ্ন সফল করার তাগিদ, মানুষকে স্বপ্ন দেখার সাহস দেয় ,ইচ্ছাশক্তি বাড়িয়ে তোলে বহুগুণ। দরিদ্র ঘরামি বাড়ির ছেলে নরেন চাঁদ, যার বাবা ঘরামির কাজ করে , আর মা মুড়ি ভেজে বিক্রি করে, একদিন হঠাৎই নয়ন চাঁদের জীবনে প্রবেশ করে শিক্ষক মনিলাল। মূর্খ দরিদ্র গ্রামে যেখানে স্বপ্ন দেখা বিলাসিতা, সেখানে নয়নের চোখে আকাশ এর নেশা লাগিয়ে দেয় মনিলাল মাস্টার । নয়ন যত দেখতে চাই ,যত হারিয়ে যেতে চাই আকাশের বুকে জ্বলতে থাকা গ্রহ নক্ষত্রের ভেতরে, মনিলাল তত নয়নের স্বপ্নের জাল গুলো নিজের হাতে বুনে দেয় তার পাউডার কৌটোর টেলিস্কোপ দিয়ে। নয়নের প্রশ্ন জাগে মনে, একের পর এক প্রশ্ন, মনিলাল সাধ্য মতন চেষ্টা করে তার উত্তর দেওয়ার। এমনি একদিন ছোট্ট নয়নের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে জ্বলজ্বল করে ওঠে মনিলালের চোখ, সে নয়ন কে বলে এর উত্তর আজ অবধি কেউ বের করেনি কিন্তু তুই বের করবি । নয়ন স্বপ্ন দেখে, তবে স্বপ্ন দেখা কি সোজা? সে যত স্বপ্নের দিকে এগোতে যায় জীবন ততই তাকে টেনে ধরতে চাই পেছনে। কিন্তু মনিলাল নয়নের হাত ছাড়েনা।
কি প্রশ্ন করেছিল নয়ন? নয়ন কি পেরেছিল মনিলাল মাস্টার এর না দিতে পারা প্রশ্নের উত্তর বের করতে? কি এমন ঘটেছিল নযনের জীবনে যা তার স্বপ্নের জাল ছিঁড়ে দিতে চেয়েছিল?
সব প্রশ্নের উত্তর আছে এই বইটিতে।
বইটা ভীষণ সুন্দর, আগেও বলেছি কিছু কিছু বই মন্ত্রের মতন যা শুধু পড়ে নিলেই শেষ হয়ে যাইনা। তার রেশ থেকে যায় সারাটা জীবন।
রিভিউটি লিখেছেনঃ Ananya
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।