বই: ভ্রম সমীকরণ
লেখক: মোহাইমিনুল ইসলাম বাপ্পী
ঘরানা: সায়েন্স ফিকশন
প্রথম প্রকাশ: ডিসেম্বর ২০২০
পৃষ্ঠা: ৯৬
প্রচ্ছদ: জুলিয়ান
প্রকাশনী: চিরকুট
মুদ্রিত মূল্য: ১৫০ টাকা মাত্র
................................................................................
রাসেল এক স্কুলপড়ুয়া কিশোর ছেলে। কিন্তু আর দশটা ছেলের চেয়ে আলাদা সে। ভীষণ রকম মেধাবী ও তুখোড় বুদ্ধিমান। আইকিউ টেস্টে দেখা গেল, আইনস্টাইন-হাইজেনবার্গ পর্যায়ের বুদ্ধিমত্তা তার। রাসেলের জীবন বদলে গেল সেদিন, যেদিন সে বুঝতে পারল, এই প্রখর বুদ্ধিমত্তা ছাড়াও আরেকটি ক্ষমতা আছে তার, ভবিষ্যৎ দেখার ক্ষমতা। ভবিষ্যতে ঘটা ঘটনা আগেভাগে দেখে ফেলে সে মানসপটে। তারপর নিজের মতো করে বদলেও দিতে পারে সেই ঘটনাপ্রবাহ। কিন্তু ভবিষ্যৎ বদলে দেবার পরিণতি কি মঙ্গলজনক হয়? নাকি ডেকে আনে আরও বড় কোন বিপদ? বড় হবার সাথে সাথে রাসেল আবিষ্কার করতে লাগল, ভবিষ্যৎ বদলাতে গিয়ে কিভাবে সময়ের ফাঁদে পড়ে গেছে সে!
................................................................................
"ভ্রম সমীকরণ" বইটি ৯৬ পেইজের একটি নোভেলা আর বইয়ের প্লট শুরু থেকেই বেশ আকর্ষণীয় বলেই একেবারে এক বসায় শেষ করার মতো।
বইয়ের কেন্দ্রীয় চরিত্র রাসেল আর পুরো প্লট রাসেলকে কেন্দ্র করে তাই আর কোন চরিত্র আলাদাভাবে ফুটে উঠেনি বা ফোকাস পায়নি। শুধু কাহিনীর প্রয়োজনে আসছে আর ঝটপট নিজের কাজ সেরে চলে যাচ্ছে যেন রাসেল বাদে সব চরিত্রই ক্যামিও দিচ্ছে গল্পে।
পুরো বইতে লেখক প্রডিজি, প্রিমোনিশন, ডি এম টি, রেম স্লিপ, দেজা ভ্যু, টাইম প্যারাডক্স, বুটস্ট্র্যাপ প্যারাডক্স,টাইম পারসেপশন, লুসিড ড্রিম, মেমরি রিজেনেরেটর, নিউরোনেটর ইত্যাদি টার্ম খুব সরলভাষায় ব্যখ্যা করে বুঝিয়েছেন।
সাধারণত দেখা যায়,এধরণের বইগুলোর এন্ডিং সন্তোষজনক হয় না। কিন্তু এই ক্ষেত্রে এন্ডিং এবং টুইস্ট পুরো সন্তোষজনক ছিলো। পুরো গল্পে কিছু কিছু জায়গা অসামঞ্জস্যপূর্ণ লাগছিলো সেগুলোও সব খাপে খাপে বসে যায়।
প্রচ্ছদটাও অনেক সুন্দর।
................................................................................
All that we see or seem, is but a dream within a dream- Edgar Allan Poe
রিভিউটি লিখেছেনঃ Uchchhash
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
#review
ভ্রম সমীকরণ
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
কি পড়লাম এটা?
গল্প নাকি নন ফিকশন? স্বপ্নের মধ্যে স্বপ্ন, ভ্রম....
গল্পে পরে আসছি। রাসেল খন্দকার। এই একটা চরিত্র এমন ভাবে এঁকেছেন লেখক যেকোনো মেয়ে তার প্রেমে পরতে বাধ্য। বলাই বাহুল্য আমিও... হ্যাঁ, দুর্বল হয়ে পরেছি। উফফ।এত নিখুঁত চরিত্র পৃথিবীর বুকে এমন কারো অস্তিত্ব আছে কি? 😭😭পাগল হয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
একদিন স্কুলে আই. কিউ টেস্ট হয় রাসেলের। এত বেশি মান আসে যে এক্সট্রিম ভ্যালুর কারণে গবেষকরা সেই পরীক্ষা বাতিল করে।
এরপর জায়গা, স্কুল বদল করে সে অন্য জায়গায় যায়। এরপর তার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তার ব্যাখ্যা আপনি কেনো বহু গবেষক এ নিয়ে তল পাচ্ছেন না। শেষ পর্যন্ত রাসেল কি পারবে তার নিজের জীবনে ঘটে চলা রহস্য গুলো সমাধান করতে?
প্রিমোনিশন, সাইকোডেলিক ইকুয়েশন, ডিএমটি,রোজহিপ নিউরন, সময় কে লিনিয়র এর বদলে বৃত্তাকার রূপে আলোচনা, মস্তিষ্কের ভিতর টাইম পারসেপশন কি নেই এখানে?
হ্যাঁ বই এর লেখার ভাষা সাবলীল কিন্তু বিষয় জটিল। একবার পড়ে বোঝা সম্ভব নয় পুরোপুরি। আপনার দোষ নয়। মস্তিষ্ক ধরতে পারবেনা।অন্তত আমার তো পারেনি। কয়েক দিন আগে আমি "মায়া শালিক" সিনেমা টি দেখে এই সকল জিনিস জানতে আগ্রহী। কিন্তু একটা বই পড়ার আগে তার ভিতরে ঠিক কি আছে তা সারাংশ দেখে বা কারো মুখে শুনে সম্পূর্ণ ধারণা অসম্ভব। যারা পড়েননি, সাইকোলজি, ফিকশন, নন ফিকশন এ মোড়া এই বই টি সকলের অবশ্য পাঠ্য। পড়ে ফেলুন, আপনার ধারণার ও বাইরে এখানে যা পেতে চলেছেন।
শেষ পৃষ্ঠা পড়ে পা থেকে মাটি সরে গেল... লেখক এটা কি করলেন😭
রিভিউটি লিখেছেনঃ Uchchhash
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।