অসুর ( রাবণ কাহিনী )
লেখক: আনন্দ নীলকণ্ঠন
ভাষান্তর: অভীক মুখোপাধ্যায়
প্রকাশনা: পত্র ভারতী
মুল্য: ৩৯৯/-
আমরা সকলেই জানি রামায়ণের কাহিনী। কিন্তু কতটা জানি রাবণের কথা..! জানা খানিক মুশকিল ও, কারণ সেভাবে তো ব্যক্ত করেননি মহাবলী রাবণকে.. আসলে পরাজিত বা বিলুপ্ত পক্ষের কথা কেউই বলেননা যে... কোনো এক সময় দেবকুলের রথের চাকায় সম্পূর্নভাবে শেষ হয়ে গিয়েছিলো সুবিশাল অসুর সাম্রাজ্যের.. সেই ধ্বংসস্তূপ থেকে আগুনপাখি রাবণের জন্ম। তিনি নিজে বিশ্বাস করেছিলেন ও তার সেই প্রত্যয়ী মনোভাব সমগ্র তার অসুর অনুচরদের মধ্যেও বিশ্বাস এনে দিয়েছিল এক উজ্জ্বল আগামীর, যেখানে তারাই সর্বক্ষেত্রে জয়ী হবেন.. ধীরে ধীরে প্রায় সব জয়ই আসতে থাকে ও সম্পুর্ন প্রভুত্ব বিস্তার হতে থাকে অসুরকুলের অনুকূলে লৌহমানব রাবণের সুযোগ্য নেতৃত্বে..
এরপর রামের আগমনের পর কিভাবে বদলে গেলো অসুরকুলের জীবন বা কোন খাতে অগ্রসর হয়, সেসবের এক সুন্দর আলোচনা তুলে ধরা হয়েছে বইটিতে.. বলাই বাহুল্য, অসাধারণ ডিটেইলিং বইটির ও একটি ওয়েল রিসার্চড্ নথি বললেও অত্যুক্তি হবে না কোনোভাবেই..
সমগ্র পৃথিবীর ইতিহাসকে এক মহীয়ান অসুর রাজাধিরাজ কিভাবে বদলে দিয়েছিলেন, তা জানতে হলে পড়তে হবেই এই একটু আলাদা ধরনের বইটি...
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।