চিড়িয়াখানা
চঞ্চলকুমার ঘোষ
পারুল প্রকাশনী
আলিপুর চিড়িয়াখানায় আমরা কে না গেছি। ছোটবেলায় বার বার যাওয়ার বায়না, মনখারাপ, আনন্দ, জন্তুর আশ্চর্য ঘটনার স্মৃতি - হয়ত আজও আমাদের মনে অমলিন। বড়ো হয়ে আর তেমন যাওয়া হয়ে ওঠেনা হয়তো, কিন্তু খবরে চিড়িয়াখানা সংক্রান্ত কিছু পড়লে বা শুনলে আজও একটা অন্যরকম অনভূতি হয়। নতুন কোনো প্রাণী এলে, পুরনো কেউ মারা পড়লে সে সব খবর ছাপা হয় ঠিকই, কিন্তু চিড়িয়াখনার প্রতিদিনের ছোটো ছোটো সুখদুঃখের কথা কেউ আমাদের বলে না। নতুন প্রাণী এলে মন্ত্রমসাই নামকরণ করে বক্তৃতা দেন, পুরনো কেউ মারা পড়লে ডিরেক্টর শোক প্রকাশ করেন - ব্যাস এটুকুই আমরা শুনে আবার নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ি। জানতে পারিনা ছোটো ছোটো মানুষের প্রাণীদের সাথী একাত্ম হয়ে যাওয়া নানারঙের মুহুর্ত গুলো। সেইসব আবেগঘন কিছু মুহূর্তকে তুলে ধরার এটি এক সুন্দর প্রয়াস। সাথে সাথে প্রাণীদের সম্পর্কিত কিছু তথ্য গল্পের মতো করে তুলে ধরেছেন লেখক। সব কিছু ছাপিয়ে ফুটে উঠেছে ভালোবাসা, প্রাণীদের ওপর মানুষের, মানুষের ওপর প্রাণীদের। কিন্তু বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এটাই দুঃখ। আরো ঘটনা আরো তথ্য থাকলে ভালো লাগতো।
না তথ্যের বা তত্ত্বের জন্য না, ভালোবাসার অন্যরকম স্বাদ পেতে, এই বই সকলের পড়া উচিত। চিড়িয়াখানার চত্বরে কীভাবে আমাদের মত স্বার্থপর হোমো সেপিয়েন্স রা পুরো অন্যরকম হয়ে যায়, ছোটো ছোটো ভালোবাসার ভিত্তিতে চিড়িয়াখানা কীভাবে বেঁচে থাকে, সেটা জানাটা খুবই জরুরী।
রিভিউটি লিখেছেনঃ Ayan
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।