ঢাবাকা - মোহাম্মদ নাজিম উদ্দিন Dabaka by Mohammad Nazim Uddin
মোহাম্মদ নাজিম উদ্দিন-এর থ্রিলারগুলো বর্তমানে হট কেক বলা যায়। বাংলাদেশ বা পশ্চিম বঙ্গ, দুই জায়গাতেই থ্রিলারে তিনি জনপ্রিয়তা পেয়েছে৷ তার ২০২৩ সালের বই ঢাবাকা। সম্প্রতি শেষ করলাম। তারই পাঠ প্রতিক্রিয়া শেয়ার করছি।
ঢাবাকা এক পরবাস্তব নগরীর গল্প। তবে পাঠক মাত্রই ঢাকার সাথে তার পুরো সাদৃশ্য পাবেন। নামগুলো বদলে দেয়া হলেও আদতে তা ঢাকা শহরের গল্প তা আর বলার অপেক্ষা রাখে না। যেভাবে পুরোটাই এক কাল্পনিক নগরীর গল্প পড়লাম, সেক্ষেত্রে বলতে পারি বইটা আসলেই ভিন্নধর্মী। মানে আমরা টিপিকাল যে থ্রিলারগুলো পড়ি সেরকম না।
কিছুদিন আগে বলিউডের সিনেমা লুডু দেখেছিলাম। খুবই ভালো লেগেছিলো। আলাদা আলাদা চরিত্র, আলাদা আলাদা গল্প, আসলে এক গল্পেরই অংশ। ঢাবাকাও তেমন। ঢাবাকার এক শশ্মানে জড়ো হয় অনেকেই। তাদের আলাদা আলাদা পরিচয়, আলাদা গল্প, কিন্তু তারা এক গল্পেরই অংশ। লেখক যেভাবে এই গল্পের জাল বিছিয়েছেন তা অতি চমৎকার। এক গল্প থেকে আরেক গল্পে চলে যাওয়া, দিনশেষে সব এক কাহিনীর স্রোতেই। (স্পয়লার না এটা। পাঠকের আকর্ষণ মূলত এই বিস্তৃতিতে।) শহরের বিভিন্ন অপ*রাধ, বিশেষত খু*নের বিভিন্ন দিকে আলোকপাত করা হয়েছে। চিরাচরিত থ্রিলারের ফর্মুলা থেকে বেরিয়ে এসব ঘটনা পড়তে আমার বেশ ভালো লেগেছে।
এবার যদি সমালোচনা করতে চাই, তাহলে প্রথমেই বলবো, এই বই নিয়ে বিতর্ক হয়েছে বেশ। গ্রাফিক নভেল না গ্রাফিক্স নভেল সেই বিতর্ক। এমনকি বইয়ের ভেতরেও গ্রাফিক আর গ্রাফিক্স দুইটা শব্দই আছে। তাই কে জিতে গেলো জানি না। 🐸। আমরা ছোটবেলায় স্কুলের বই পড়তাম, গল্পের পাশে স্কেচ আঁকা থাকতো, সেরকম চিত্র আঁকা দুএক পেজ পর পর। ছবিগুলো দেখে যেন পাঠক সহজে কল্পনা করতে পারে। তবে লেখনী যেহেতু দারুণ, এরজন্য চিত্র ছাড়াই কল্পনা করা যায়। বেশিরভাগ চিত্রই আমার কাছে অপ্রয়োজনীয় লেগেছে। মনে হয়েছে চিত্র দিয়ে দিয়ে বইটা অযথাই পেটমোটা করা হয়েছে। যেটা না থাকলেও ক্ষতি ছিলো না। বরং এইসব চিত্র না দিয়ে ছোটখাটো একটা চমৎকার থ্রিলার হিসেবেই প্রকাশ করা যেতো। (লেখকের সম্পূর্ণ স্বাধীনতা এটা, তবে আমি পাঠক হিসেবে নিজের মত প্রকাশ করলাম আরকি।) এছাড়া চরিচত্রগুলোর ডেভেলপমেন্ট আর ফিনিশিং দারুণ লেগেছে। তবে কাওকাবুননেসা এরকম একটা স্ট্রং ক্যারেক্টার হয়েও শেষ দিকে কেন জানি না বড় ভূমিকার বাইরে থেকে গেলো। এটা নিয়ে আরেকটু কাজ করা যেতো।
অল্প কথায় বলে দিলে, বইটার গল্পটা চমৎকার লেগেছে। গ্রাফিকের নামে অপ্রয়োজনীয় ছবি দিয়ে বইটাকে একটা দুর্দান্ত থ্রিলার হওয়া থেকে বঞ্চিত করা হয়েছে বলেই মনে করি।
যারা গ্রাফিক বা গ্রাফিক্স নভেল হিসেবে পড়তে যাবেন তারা হতাশ হবেন। তারা একটা থ্রিলার উপন্যাস হিসেবে পড়বেন তাদের ভালো লাগবে আশাকরি।
বই - ঢাবাকা
লেখক - মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রকাশনী - বাতিঘর
পৃষ্ঠা - ৩৮২, গাত্রমূল্য - ৭০০ টাকা।
হ্যাপি রিডিং...
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।