বইয়ের নাম - ঈশ্বরীর চোখে জল
বইয়ের লেখক -- মহুয়া মল্লিক
প্রকাশনীর নাম -- তুহিনা প্রকাশনী
মূল্য -- ১৪০ টাকা
ঈশ্বরীর চোখে জল মহুয়া মল্লিক এর লেখা দুটি প্রাপ্তবয়স্ক কাহিনীর সংকলন। কাহিনী দুটি হল "ঈশ্বরীর চোখে জল" এবং "স্রোতস্বিনী নারী"। বইটির মলাটের একটি দুর্গাপ্রতিমা চোখের জল ও একটি রক্তমাংসের মানবীর চোখের জল এক সাথেই ঝরার ছবি ফুটে উঠেছে।
ঈশ্বরীর চোখে জল :::: ঈশ্বরীর চোখে জল কাহিনীর কেন্দ্রীয় চরিত্র দোলনচাঁপা যে গ্রামের একটি বিদ্যালয়ে শিক্ষিকা হয়ে যায় এবং একটি জমিদার বাড়িতে আশ্রয় নেয়। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে একজন রক্তমাংসের মানবীর ঈশ্বরী হয়ে উঠার কাহিনী জানা যায় এই গল্পে।
স্রোতস্বিনী নারী :::: লেখিকা এই গল্পে অনেক চরিত্রের সমাবেশ এনে বুঝিয়েছেন জীবন নদীর স্রোতের মতো বয়ে যায়। আর নদী যেমন সাগরে মিলিত হয় জীবন ও তেমনি তার গন্তব্যে পৌঁছে যায়।
দুটো কাহিনী নারীকেন্দ্রিক এবং জীবনমুখী। দুটো গল্পেই লেখিকা কোন রক্তপাতের দৃশ্য না দেখিয়ে রহস্য জমাট বাঁধানোর চেষ্টা করেছেন। একবার পড়ে দেখতে পারেন "ঈশ্বরীর চোখে জল"।
রিভিউটি লিখেছেনঃ Srijit Dey
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।