বইঃ কৃষ্ণ পক্ষ
লেখক - তমোঘ্ন নস্কর
আসলে আমি লেখকের কয়েকটা বই পড়ে রীতিমতো উনার ভক্ত হয়ে গেছি। দেও, বিষহরি, ধুন্ধুমার এগুলো পড়ে খুব ভালো লেগেছে।এখন পড়লাম কৃষ্ণপক্ষ। এটাও আমার কাছে দারুন লেগেছে।এই বইটিতে ১৫ টি গল্প আছে সবগুলোও দারুন, তারমধ্যে আমার কাছে দল,ভাটি, প্রজাপতি, পরি খুব ভালো লেগেছে।তাই আর দেরী না করে পড়ে ফেলুন কৃষ্ণপক্ষ।
রিভিউটি লিখেছেনঃ Krishna Dhar
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।