প্রথম প্রতিশ্রুতি
লেখিকা : আশাপূর্ণা দেবী
প্রকাশনী: মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স
আশাপূর্ণা দেবীর "সত্যবতী ট্রিলজির" প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতি।
তৎকালীন সমাজের অত্যন্ত আধুনিক মনস্কা মেয়ের কাহিনী। তথাকথিত ধারণার বাইরে বেরিয়ে একজন গ্রাম্য মেয়ের কাহিনী তুলে ধরেছেন লেখিকা। তাঁর অসাধারণ লেখনী দক্ষতায় তা হয় উঠেছে অনন্য।
সেই সময় মেয়েদের উপর জোর করে চাপিয়ে দেয়া নিয়মের বেড়াজাল ছিন্ন করে বারবার বেরোবার স্বপ্ন দেখেছে সেই মেয়ে, ধাক্কা খেয়েছে, বাঁধা পেয়েছে কিন্তু হার মানেনি।
রামকালি, নবকুমার, এলোকেশী প্রতিটা চরিত্র নিজ নিজ স্থানে অনন্য। তাদের কার্যকলাপ বারবার ভাবতে বাধ্য করে সমাজ যা ছিল সেই সময় এত আধুনিকতায় এসেও কি পরিবর্তিত হয়ছে? এলোকেশী র বৌমা র প্রতি অত্যাচার শুধু কি ছেলে হারানোর অলীক ভয়? না অতীত কে পুনরাবৃত্ত করার অদম্য চেষ্টা?
যে নিয়ম মহিলারা পালন করে টা বিপরীত অবস্থানে কি পুরুষ দের ওপর ও সমান প্রযোজ্য নয়? যদি নাই হয় তবে কিসের ভয়ে কিসের তাগিদে মুখ বুঝে সহ্য করা সেই জগদ্দল নিয়মের বোঝা?
সত্যবতীর শ্বশুর মশাই পুজোর যে ভন্ড ভক্তি তা শুধু সেই সময়কার নয় এখনও অনেকের মধ্যেই আছে, আমরাও জেনেও চুপ করে মেনে নি।
তৎকালীন সময়ের খুবই সাহসী রচনা এই গল্পঃ। সেই সময় এ সমাজ ব্যবস্থা র রূঢ় বাস্তব চোখের সামনে মেলে ধরে। কোথাও না কোথাও গিয়ে সেই অতীতের ঘটনা বর্তমানের তথাকথিত আধুনিক সমাজের সাথে মিলে মিশে এক হয় যায়।
কাহিনীর পড়া র অনেক পর অবধি রেশ থেকে যাবে যা পরের খন্ড গুলি পড়ার উৎসাহ যোগাবে।
সব শেষে লেখিকা কে প্রণাম জানায় বাড়ির অন্দরমহল এর পর্দার অন্তরালে মহিলাদের জীবন যাপনের কাহিনী পাঠক বৃন্দ র সামনে তুলে ধরার জন্য।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।