বই - রেলমানুষের তদন্ত কথা ১ এবং ২
লেখক - তুষার সরদার
লেখক ভারতীয় রেলের মুখ্য শ্রমিক ও কর্মচারী কল্যাণ পদাধিকারী হিসেবে সুদীর্ঘ ছাব্বিশ বছর কর্মরত ছিলেন। তিনি অনেক রকম কেস সামলেছেন। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি থেকে রোমাঞ্চকর বাইশটি কাহিনী (দুই বই মিলিয়ে) তিনি আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। গল্পগুলো পড়তে পড়তে আমার গোয়েন্দাপীঠ লালবাজার বইগুলির কথা মনে পরছিল। তবে এই বইয়ের গল্পগুলো একটু কম জটিল কিন্তু আকর্ষণীয়।
মানুষের মাথায় যে কতরকম জটিল প্রক্রিয়া চলতে থাকে তা বলা কঠিন। অধিকাংশ গল্পই মূলত নারীচরিত্রের বিভিন্ন দিক নিয়ে লেখা। তবে আমার অন্যতম প্রিয় গল্প হল প্রথম পার্টের একদম শেষ গল্পটি, "পাহাড়ের মতো মানুষ"। আর একটা কথা, গল্পগুলো এমনভাবে লেখা যে সবাই যেন সেখানে উপস্থিত, মানে আমি পড়তে গিয়ে নিজেই লেখকের চরিত্র হয়ে উঠেছি।
বেশ ভালো লাগলো। এরকম অজানা সত্য ঘটনা আরও জানতে পারলে বেশ ভালো লাগবে।
রেটিং দেব না, কারণ সবকটা গল্পই সত্যঘটনা।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।