বইয়ের নাম - আলোর মানুষ
লেখক - ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
মুদ্রিত মূল্য - ₹২৬০/-
প্রথম প্রকাশ - ডিসেম্বর, ২০২২
প্রকাশনী - পত্রভারতী
পৃষ্ঠা সংখ্যা - ১৭৬
'নিমাই চৈতন্য' নামটি শুনলে প্রথম কি মনে আসে ! একটা রোগা, ফর্সা, পরণে একটা ধূতি, গলায় একটা উত্তরীয়। কপাল থেকে নাক পর্যন্ত তিলক। ন্যাড়া মাথা। দুটি হাত উপরে তুলে, চোখ অর্ধেক খোলা রেখে যেন সর্বদা 'কৃষ্ণ নাম' জপ করা একটা মানুষ। ছেলেবেলায় ইতিহাস বইতে অল্প একটু পড়েছিলাম চৈতন্য সম্পর্কে.... একটা ব্যক্তি হরি নাম, কৃষ্ণ নাম গাইতে গাইতে মানুষকে জাগ্রত করছেন বৈষ্ণব ধর্মে, যার কাছে সব ধর্ম সমান। না, এর বেশি আর কিছুই জানতাম না, মানুষটি সম্পর্কে.......
১২ ফেব্রুয়ারি, ২০২৩ , যেদিন দিদির সাথে বইমেলায় গিয়ে পত্রভারতীর স্টলে ঢুকলাম, তখন চারিদিকে শুধু নতুন বইয়ের সম্ভার। বইয়ের গন্ধে মো মো গোটা স্টল। কোনটি ছেড়ে কোন বই কিনব, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। মনে হচ্ছিল, সব বই কিনে নিয়ে যাই, কিন্তু সে সাধ্যি আছে কার ?
অগত্যা লাল মলাটের উপরে দেখলাম 'আলোর মানুষ' লেখা একটা বই তার উপরে শ্রীচৈতন্যের সেই চিরাচরিত ছবি। পরের দু'পাতা উল্টিয়ে 'কৈফিয়ত' লেখাটা পড়লাম। তারপর নিজেকে আর সংবরণ করতে পারিনি, কিনেই ফেললাম, 'আলোর মানুষ'। পড়াশোনার চাপে একটু দেরি হলেও সম্প্রতি শেষ করলাম সমগ্র উপন্যাসটি, যেখানে প্রতিটি পাতায় লেখা হয়েছে, শচী মাতার ছোটো ছেলে, বৈঞ্চব বিরোধী নিমাই থেকে বৈঞ্চব ভক্ত, শ্রীকৃষ্ণ ভক্ত বিশ্ববিখ্যাত 'শ্রীচৈতন্য' হয়ে ওঠার গল্প। প্রেম, বিরহ, মোহ, মায়া ত্যাগ থেকে সংসার ত্যাগ করার গল্প...... এ যেন সাক্ষাৎ এক ঈশ্বর দর্শন ছাড়া আর কিছুই নয়।
প্রতিটি পাতা ত্রিদিব জ্যেঠু এতটা যত্ন সহকারে লিখেছেন যে শেষ না করা পর্যন্ত আপনি বইটি রাখতেই পারবেন না। অনিশ জ্যেঠুর মতোই এটা পড়ে আমারও মনে হচ্ছে , এ গ্রন্থ আবার ইতিহাস তৈরি করবে।
তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি পড়ে ফেলুন, নিমাই থেকে শ্রীচৈতন্য হয়ে ওঠার গল্প ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়ের লেখা 'আলোর মানুষ'।
রিভিউটি লিখেছেনঃ Mr. Agni
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
#review
বইয়ের নাম _ "আলোর মানুষ"
লেখক_ ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়
পাবলিকেশন _ পত্রভারতী
প্রথম প্রকাশ _ ডিসেম্বর ২০২২
মূল্য_২৭৫ টাকা
পৃষ্ঠা সংখ্যা _১৭৬
জনরা_ সামাজিক জীবনধর্মী মূলক উপন্যাস
অনেকদিন পর একটা জীবনী ধর্মী লেখা পড়ে মন ছুঁয়ে গেলো। ত্রিদেব বাবুর আলোর মানুষ বইটা এক টানটান ঘটনা বহুল। বইটা নিমাই ( চৈতন্য মহাপ্রভু) জীবন আশ্রিত একটা উপন্যাস। বইটা দুইটি পর্বে বিভক্ত।
প্রথম আর দ্বিতীয় পর্ব।
দুই পর্বে বইটা নিমাই এর জন্ম মুহুর্ত থেকে মৃত্যু রহস্য অব্দি তুলে ধরা হয়েছে। বইটা বাড়তি কথা নেই।যতটা দরকার লেখক ঠিক ততটাই আলোচনা করেছেন।অহেতুক পৃষ্ঠা সংখ্যা আর বাড়তি কথা বলে পাঠক দের এক ঘেঁয়েমী তে পড়ার দিকে খেয়াল রেখেছেন।
এইবার গল্পের বিষয় বস্তু নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। বইটা দুই পর্বে বিভক্ত। প্রথম পর্ব আমরা যখন পড়া শুরু করবো তখন নিমাই এর ছোটো বেলার জীবন যাত্রা জানতে পারবো। প্রথম জীবনে তার দুষ্টুমি তে অতিষ্ঠ হবার পাড়া প্রতিবেশীর নিদারুণ হাহাকার। মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনা না করতে চাওয়া। চুরি করে ফল খাওয়া। বাবার কাছে তিরস্কৃত হয়ে মন খারাপ করে পুকুর পাড়ে বসে থাকা ও সেইখানে প্রথম লক্ষ্মীর সাথে পরিচয় হওয়া তাদের প্রেম। এবং বিয়ে করা । সাথে নিজেকে চিনতে পেরে শিক্ষা গ্রহণ করা।
ও জ্ঞানের আলোয় পুরো নবদ্বীপ জুড়ে আলোড়ন ফেলে দেওয়া।তার স্ত্রী লক্ষীর মৃত্যু আর সংসার ছেড়ে সন্ন্যাসী জীবন বেছে নেওয়া এটাই প্রথম পর্ব বিষয়বস্তু।
দ্বিতীয় পর্ব শুরু হয় নিমাই এর স্বপ্নের মাধ্যেমে পুরির নীলাচল ঠাকুর এর ডাক। জগন্নাথ ঠাকুর এর ডাকে সাড়া দিয়ে পায়ে হেঁটে তার যাত্রা পথের বিবরণ।পথের মধ্যে তার ভক্তদের নিয়ে পুরীর দিকে পথ চলা।
এবং সাথে সাথে তার জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনা আর লীলা লেখক খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সুলতান হোসেন শাহ সাথে উড়িষ্যা রাজার দ্বন্দ্ব।রামচন্দ্র খান এর সাথে নৌকায় বসে দুই রাজার আলোচনা।নদীর যাত্রাপথে ভক্তদের নিমাই কে উন্মাদনা চোখে পড়ার মতো। উড়িষ্যা পৌঁছালে রাজার নিকট তার ভালোবাসা।রাজার তাকে আপন করে নেওয়া। রাজার এই আপন করে নেওয়া বিভিন্ন সার্থপর লোকদের নিমাই এর প্রতি শত্রু ভাবাপন্ন হওয়া। বৃন্দাবন থেকে কাশী হয়ে পুরো ভারত জুড়ে ধর্মীয় প্রচার বারাণসীতে।
এবং যেহেতু নিমাই এর মৃগী রোগ এর বিবরণ। আর মৃত্যুর পূর্বে জগন্নাথ দর্শন ও সুচলো ইট বাম পায় এর অগ্রভাগ পায়ে ডুকে গিয়ে বিষিয়ে যাওয়া।আর সর্বশেষ প্রধান শত্রু বিদ্যাধর এর ষড়যন্ত্র। আর সর্বশেষ এ নিমাই ( চৈতন্য মহাপ্রভু) অন্তধান বা মৃত্যু এটাই দ্বিতীয় পর্ব বিষয়বস্তু।
বইটা এক কথায় অপূর্ব সুন্দর। তাই সবার কাছে আমার অনুরোধ আপনারা অতি অবশ্যই ত্রিদেব কুমার চট্টোপাধ্যায় লেখা "আলোর মানুষ" পড়বেন।
রেটিং _ গল্পটির পাতায় পাতায় যে যে পরিমাণে রহস্য ইতিহাস ও চৈতন্য মহাপ্রভুর জীবন এর বিবরণ তাকে নিয়ে ষড়যন্ত্র ও তার মৃত্যুর ব্যাখাও তার জন্ম থেকে মৃত্যু পুরো জীবন লেখক লিখেছেন। বইটা পড়া শুরু করলে শেষ না করে কোনো উপায় নেই। তাই আমার রেটিং ১০ এর মধ্যে পারফেক্ট ১০
রিভিউটি লিখেছেনঃ Bapan Da
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।