বই: আমি রাসবিহারীকে দেখেছি
লেখক: নারায়ণ সান্যাল
বইটি লেখকের মূল্যবান সাহিত্য সম্ভারের মধ্যে অন্যতম। লেখনী অনবদ্য। বই পাঠকালে বিপ্লবী রাসবিহারী বসুকে প্রত্যক্ষ করা যায় এবং বিপ্লবী থেকে সাধারণ জীবন যাত্রার চিত্রপট প্রকাশ পেয়েছে। যে সাতজনের জবানবন্দি দিয়ে লেখা হয়েছে প্রত্যেকের সাথে সূক্ষ্মাতিসূক্ষ্ম মিল-অমিল প্রত্যক্ষ হয়। রাসবিহারী বসুর পদক্ষেপ, চিন্তন, কর্মদক্ষতা, পরিকল্পনা, সুদক্ষ সংগঠন ক্ষমতা প্রশংসাতিত। ছদ্মবেশ ধারণে সমান পারদর্শী তিনি। শ্রীশচন্দ্র, বসন্ত বিশ্বাস প্রভৃতি ব্যক্তিবর্গের দৃষ্টি তে রাসবিহারী বসু অন্য মাত্রায় উন্নীত হয়েছেন।সর্বোপরি লেখকের চোখে বিপ্লবীর জীবনচর্যা পাঠ পাঠককে বিস্মিত, স্তম্ভিত করে। রাসবিহারী বসুর ভিতরের বৈপ্লবিক সত্তার অগ্নিস্ফুলিঙ্গ তীক্ষ্ণ নিক্ষেপিত হয়। পাঠ শেষে লেখকের অভিব্যক্তি সত্য প্রমাণিত হয় যখন উপলব্ধি করেছি বই পাঠ আনন্দ নয় এক বিপ্লবীকে অন্য দৃষ্টিভঙ্গিতে পরিচয় ঘটালো।
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
Review
বই : আমি রাসবিহারীকে দেখেছি
লেখক : নারায়ণ সান্যাল
৭ জন প্রত্যক্ষ্যদর্শীর জবানবন্দি দিয়ে রচিত বইটি। শ্রদ্ধেয় নারায়ণ সান্যাল মহাশয়ের অসাধারণ লেখনীতে প্রতিটি চরিত্র এতটাই জীবন্ত হয়ে উঠেছে যে পাঠক নিজেই যেন প্রতিটি ঘটনার সামনে উপস্থিত ছিলেন এমনটা মনে হতে পারে।
মহান বিপ্লবী শ্রী রাসবিহারী বসু – A Born Fighter - তাঁর প্রতিটি পদক্ষেপ , সুচিন্তিত মন্ত্রগুপ্তি, কর্মদক্ষতা, অসাধারণ পরিকল্পনা, সংগঠন পদ্ধতি দলের অন্যান্য বিপ্লবীদের এক সূত্রে বেঁধে রাখার জন্য অনবদ্য। সুচতুর ইংরেজ শোষণের উপযুক্ত জবাব কোন পরিস্থিতিতে কিভাবে দিয়েছেন তা বইটির প্রতিটি ছত্রে উল্লিখিত। ছদ্মবেশ ধারণে একজন মানুষ যে নিজেকে এতটা পারদর্শী করে তুলতে পারেন তা ভাবনার বাইরে।
জবানবন্দিগুলি পড়তে গিয়ে কখনো চোখের জল বাঁধ মানে নি, আবার কখনো রক্ত গরম হয়ে উঠেছে এই ভেবে যে কিভাবে নারী-পুরুষ, কিশোর-বৃদ্ধ নির্বিশেষে এক লহমায় নিজেদের জীবন দান করে গিয়েছেন, শুধুমাত্র দেশমাতৃকাকে শৃঙ্খলমুক্ত করার আদর্শে। শ্রীশচন্দ্র, বসন্ত বিশ্বাস, যমুনাবাই প্রভৃতি প্রতিটি চরিত্রের চোখে রাসবিহারী ধরা দিয়েছেন নানা রূপে, সর্বশেষে স্বয়ং লেখকের জবানবন্দি...... মহান বিপ্লবীর দেশত্যাগ। যেন মনে হচ্ছিল কেন এখানেই শেষ হয়ে গেল, এ রেশ কাটুক তা সত্যি আমি চাই না। লেখকের ভাষায় "পাঠককে আনন্দ দেওয়াই যে এ- গ্রন্থ রচনার মূল উদ্দেশ্য নয়, " তা অবশ্য স্বীকার্য।
রিভিউটি লিখেছেনঃ Joyeeta