ভ্রমণ সমগ্র
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পত্রভারতী প্রকাশনী
বাঙালির ভ্রমণ প্রেম সর্বজনবিদিত।শুধু ভ্রমণ না ভ্রমণ কাহিনীও বাঙালির কাছে অত্যন্ত উপভোগ্য বিষয়। তেমনি এক ভ্রমণ কাহিনী এই "ভ্রমণ সমগ্র" । তবে অন্যান্য কাহিনীর থেকে একটু আলাদা। কারণ এখানে লেখক তিনটি প্রধান খন্ডে নিজের অভিজ্ঞতা কাহিনী শুনিয়েছেন ৬ টি পর্বের মাধ্যমে।
প্রথম রয়েছে, রাম কথা অনুযায়ী ভ্রমণ এবং তার ঐতিহাসিক গুরুত্ব আর বর্তমান সময়ে তার অবস্থান সম্পর্কে সম্যক ধারণা। তিনি শুরু করেছেন শ্রী রামের জন্মস্থান অযোধ্যা থেকে এবং শেষ করেছেন চিত্রকূট এ এসে।না সাগর পাড় করেননি আর। যে স্থান গুলি খুবই প্রত্যন্ত অঞ্চলের অন্তর্গত সেখানে ঘোরার অভিজ্ঞতা তুলে ধরেছেন পাঠকদের কাছে।
এর পর রয়েছে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ এবং বিশাল ব্যাপ্তি বিশিষ্ট কুম্ভ মেলার বিবরণ । প্রয়াগে হওয়া এই মেলার অভূতপূর্ব বর্ণনা পাঠক মনে আলোড়ন সৃষ্টি করেছে। কিভাবে হয় এই মহামিলন মেলা , কারা আসেন , কি বিকিকিনি হয় সবই তুলে ধরেছেন লেখক।
এর পর উনি চলে গেছেন মহাসমুদ্র, মহাদেশ পেরিয়ে সুদূর USA বা যাকে আমরা চিনি আমেরিকা হিসাবে। প্রথম বিদেশ যাত্রার রোমাঞ্চ, অনুভূতি সবই প্রকাশ পেয়েছে তাঁর লেখনীতে ।
লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখার বিচার করার ধৃষ্টতা করব না শুধু বলবো সাধারণ ভাষায় সুন্দর ভাবে উত্তর ভারত , উত্তর পূর্ব ভারত আর সুদূর আমেরিকা র কাহিনী পড়তে মন্দ লাগে না । তথাকথিত ভ্রমণ কাহিনী বলতে আমরা যা বুঝি টা এই কাহিনী নয় বরং এটি লেখকের নিজস্ব অভিজ্ঞতার সম্ভার যা উনি সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন । ইতিহাস আর বর্তমানের এক অদ্ভুত মেলবন্ধন এই কাহিনী। শুধু তাই নয় ভারতীয় সংস্কৃতি আর তার প্রভাব মানুষের ওপর ঠিক কতটা সব তাই আছে এখানে । আর শেষ করেছেন ভারতীয় পরিসীমানা পেরিয়ে যারা রয়েছেন বিদেশে সেসব ভারতীয় তথা বাঙালির হাল হকিকত দিয়ে ।
শুধু ভ্রমণ কাহিনী হিসাবে না ব্যাক্তিগত অভিজ্ঞতা জানতে পড়তেই পারেন এই " ভ্রমণ সমগ্র" । মন্দ লাগবে না।
মতামত সম্পূর্ন ব্যক্তিগত এবং লেখনীতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাপ্রার্থী।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।