বইয়ের নাম - "বমপুনা অভিযান"
লেখক -দেবজ্যোতি ভট্টাচার্য
পাবলিকেশন _ বইচই
প্রথম প্রকাশ _ বইচই পূজা বার্ষিকী ১৪২৯
মূল্য_৩১২টাকা
গল্পের পৃষ্ঠা সংখ্যা _১০
বইয়ের পৃষ্ঠা সংখ্যা _৬৮৮
জনরা_ কিশোর রহস্য অ্যাডভেঞ্চার
ছোটো বেলা থেকেই অ্যাডভেঞ্চার উপন্যাস আর ছোটো গল্প আমার খুব প্রিয় একটা বিষয় বস্তু। আর দেবজ্যোতি বাবুর বিষবৈদ্য সিরিজ গুলো পর পর পড়ে শেষ করে এইবার শেষ করলাম "বমপুনা অভিযান" পড়ে মনে হলো আগের সিরিজ গুলোর গল্পের কোনো অংশে কম না ।ছোটো গল্প হিসাবে এককথায় অপূর্ব টানটান ছিমছাম বাহুল্য বর্জিত একটা অ্যাডভেঞ্চার থ্রিলার। আর গল্পটা শেষ করার পর আর রিভিউ না দিয়ে পারলাম না তাই একটা রিভিউ নিয়ে চলে এলাম।
"বমপুনা অভিযান" মূলত কিশোর রহস্য অ্যাডভেঞ্চার ।গল্পের প্লট বেশ ইউনিক।তবে সবচেয়ে দুর্দান্ত লেগেছে এর লেখনী।বলতেই হবে দেবজ্যোতি বাবুর এই লেখাটি পড়ার পর আমি অভিভূত হয়ে গেছি ওনার লেখা গুলো (ঘনাদা) কে মনে করিয়ে দেই। কিন্তু চরিত্র হিসেবে দুটো সম্পূর্ণ আলাদা। মধ্যবয়সে এসে এই গল্পটি আমার কৈশোর বেলার পড়া দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেছে।তাই গল্পটি আমার খুব পছন্দের আর এটি আমার কিশোর অ্যাডভেঞ্চার রহস্য হিসাবে উপরে দিকে থাকবে।
এবার স্পয়লার বাঁচিয়ে যতটা আলোচনা করা সম্বভ করবো কারণ আমি চাইবো না আপনি এর কিঞ্চিৎ পরিমাণ রহস্য আমার রিভিউ পড়ে বুঝতে পারেন সেই চেষ্টা করবো।
আপনি দেবজ্যোতি বাবুর বিষবৈদ্য যে সব বিষয় বস্তু আশা করেন সব এর মধ্যে বর্তমান। গল্পের শুরু হয়েছে ক্লাবের আসরে সেখানে কথা প্রসঙ্গে সেইখানে বিষবৈদ্য মুখে একটি শব্দ শুনে সবাই চমকে ওঠে।
শব্দটি হলো সানাটানিয়া কালমিয়া এই বার এই শব্দটির অর্থ কি। সেটা দিয়ে শুরু হয়েছে একটা অভিযান।বিধু একজন বিষ বৈদ্যর শিষ্য তার কাজ হলো দূর্লভ জড়ি বুটি সংগ্রহ করা।সে এই বার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বমপুনা নামক দ্বীপ থেকে খুঁজে নিয়ে আসে "গড়নে নারকোল দড়ির মতো। একসঙ্গে দুই তিনটে লতা শক্ত দড়ির মতো দোলে। আপাতত দৃষ্টিতে নিরীহ এই লতার গায়ে বেগুনি চিটচিট সাদা ফুলগুলো। ফুলগুলো দেখলে মন চাইবে ছুঁতে।
কিন্তু একবার ছুঁয়ে ফেললে তার কি ভয়াবহ পরিণতি হতে পারে সেটাই এই গল্পের মূল বিষয় বস্তু।বিষ বৈদ্য সনাতন আর তার সহযোগী রিচার্ডসন আন্দামান দ্বীপপুঞ্জে গিয়ে এই লতার রহস্য ভেদে গেলে কি কি সমস্যায় পড়ে। আর মৃত্যুর মুখ থেকে ফিরেই বা আসে কি করে । কি কি অদ্ভুত ঘটনা আর ভয়াবহ সমস্যা সম্মুখীন হয় সেটাই এই গল্পের বিষয়বস্তু।
যেহেতু গল্পটি খুব ছোট বিশদে বললাম না কিছু তাই গল্পে যে সব প্রশ্ন লেখক করেছেন সেইসব উত্তর পেতে হলে আমাদের পড়ে দেখতে হবে "বমপুনা অভিযান"। তাই সবার কাছে আমার অনুরোধ রইলো আপনার অতি অবশ্যই এই গল্পটি পড়ে দেখবেন আমি আপনাদের বলছি পাঠক হিসেবে এতো ভালো বই থেকে নিজেকে বঞ্চিত করবেন না।
রেটিং _ গল্পটির পাতায় পাতায় যে রহস্য হাসি ঠাট্টা মজা বুদ্ধি আনুগত্য আর ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সত্যি বলতে কি এইই গল্পের কোনো রেটিং হয়না।
আমার রেটিং পারফেক্ট ১০ এর মধ্যে ১০ অবাক হবেন না বইটা পড়লে আমার সাথে আপনারা সহমত পোষণ করবেন। ( বিষবৈদ্য সিরিজ আমার পছন্দের অন্যতম)
বিশেষ দ্রষ্টব্য : এই সিরিজে এর পরবর্তী বই অন্তিম অভিযান পড়া শেষ হলেই রিভিউ নিয়ে আসবো।( আশা করছি বই টা তাড়াতাড়ি জোগাড় করে পড়তে পারবো)
রিভিউটি লিখেছেনঃ Bapan Da
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।