বই : আইহোল
লেখিকা : মৈ মৈত্রেয়ী
প্রকাশক : বৈভাষিক
ঘরানা: ভৌতিক
মুদ্রিত মূল্য : ১৫০ টাকা
প্রথম প্রকাশ: জানুয়ারি ৩২, ২০২০
পৃষ্ঠা: ৭৯
হার্ডকভার
................................................................................
ব্যস্ততম নগরীর নতুন ফ্ল্যাটে উঠার পর থেকেই সারাক্ষণ অদ্ভুত অস্বস্তি, শুধু অকারণ অনুভূতি যে,আইহোল দিয়ে কেউ আমাকে দেখছে, পোষা কুকুরগুলোর ছটফটানি বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে, কেমন লাগবে???
এরকম অভিজ্ঞতা নিয়েই লিখা এই বইটি। আত্মা আছে কী নেই, এসব নিয়ে তর্ক অনেক হয়েছে,হচ্ছে,হবে। এসব পাশে ফেলে রেখে শুধু গা শিরশির অনুভূতি পেতে এই বইটা পড়ে দেখাই যায়। যেখানে লেখিকা নিজেই বারবার বলছেন,এটা কোনো গল্প নয়,তার অভিজ্ঞতা থেকে সরাসরি তুলে ধরা। আর এজন্যই হয়তো বইতে কোনো অতি ভয়ঙ্কর ধরণের অতিরঞ্জন নেই।
মানছি, এই অকাল্ট থ্রিলারের স্বর্ণযুগে, এই হরর মুভি/টিভি-সিরিজ গুলে খাওয়ার যুগে এই বইটা হয়তো তেমন হাই ডোজের বুস্ট দিতে পারবে না, কিন্তু,এই বইটা পড়বার পর কিন্তু পরেরবার ফ্ল্যাটে ঢোকার মুখে প্যাসেজে পা রাখামাত্র আপনার চলন মন্থর হবে। জানালার দিকে আপনা থেকেই আপনার নজর চলে যাবে - একবার, বারবার।
আর আইহোলে চোখ রাখার আগে............
রিভিউটি লিখেছেনঃ Uchchash
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।