বই - প্রেতছায়া
লেখক - রিয়া ভট্টাচার্য
প্রকাশক - পালক পাবলিশার্স
মূল্য - ১৬৬/-
প্রেতছায়া বইটি 'দ্রোহপিশাচ' ও 'কান্নাঝিলের রাতপরীরা'-এই দুটি উপন্যাসিকার সমাহারে সুসজ্জিত।
১. দ্রোহপিশাচ - গল্পের মুল চরিত্র শেখরের সামনে একদিন হঠাৎ এসে দাঁড়ায় নবকুমার, যাকে সে তার পিসির হত্যাকারী বলেই ঘৃণা করে। নবকুমারের কিছু রহস্যময় কথা শোনার পরই শেখর বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে, তার পিসির মৃত্যুর পেছনের সমস্ত কাহিনী জানার জন্য। কিন্তু বাড়ি পৌঁছনোর আগে থেকেই রাস্তায় সে সম্মুখীন হয় নানা অলৌকিক ঘটনাবলীর। ঘটনাবলীর মাঝে লুকিয়ে থাকা ভয়ঙ্কর অভিশাপের নাশ করতে শেখর কীভাবে এগিয়ে যাবে, আদৌ কি সফল হবে, তার উত্তর খুঁজতে উঠে এসেছে তন্ত্রের ভয়ানক উপাচারের কাহিনি। কাহিনীটিতে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে একাধিক স্তর , নানাদিকে মোড় নেয় এর প্লট। তবে এই কাহিনী ভয়ের থেকেও, পাঠকের মানবতাবোধকেই বেশি আন্দোলিত করে।
২. কান্নাঝিলের রাতপরীরা - কলকাতা থেকে পৈত্রিক গ্রামের বাড়িতে বেড়াতে আসা মিমো ঠাকুমার কাছে শোনা কিছু অলৌকিক কাহিনিকে ফুৎকারে উড়িয়ে দিতে গোপনে পৌঁছে যায় মজাঝিলে। এরপর থেকেই শুরু হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনাবলী।মিমো জানতে পারে ভয়াবহ কিছু তান্ত্রিক উপাচারের কথা কিন্তু, কী এই মজাঝিল? সবার সেখানে যাওয়ায় নিষেধই বা কেনো? সম্পূর্ণ কাহিনীটিতে একটি শুভ উৎসবের আবহের শিরা-উপশিরায় রয়েছে একটা চাপা, দমবন্ধ করা অশুভ, একটা আতঙ্ক । আলোর সাথে নিপুণ ভাবে মিশে গিয়েছে অন্ধকার।
দুটি কাহিনীর ক্ষেত্রেই কিছু মিল লক্ষ্য করা যায়, যেমন - মূল বিষয় অতীতের পাপ কিভাবে মানুষকে তাড়া করে বেড়ায় , প্রজন্মের পর প্রজন্মকেও ছাপিয়ে যায় তাদের প্রতিশোধ স্পৃহা। মেয়েদের কতো কিছু সহ্য করতে হয় লেখিকা সেই কষ্টগুলো নিপুণভাবে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এছাড়া দুটি কাহিনীই প্রতিহিংসা, প্রতিশোধের মতো বিষয়কে কেন্দ্র করে হলেও শেষ পর্যন্ত মানুষের কথা বলে, মানবিকতার জয়গানকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়।
অপশক্তির সাধনার মাধ্যমে মানুষ কিভাবে নিজের অন্তরের অপশক্তিকে জাগিয়ে অন্যের ক্ষতির সাথে সাথে না বুঝে নিজেরও ক্ষতি করে বসে - তাই,কাহিনীগুলির ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে।ভয়াবহতার বর্ণনার সাথে গল্পের রাশ কখনও যে আলগা হয়নি, তা এই লেখনীর অন্যতম বৈশিষ্ট্য সঠিক উপমা সহযোগে পরিস্থিতিগুলির বর্ণনা, তন্ত্র সাধনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা, প্রতি মুহূর্তের মসৃণ টানটান উত্তেজনা,ভালোবাসা, তন্ত্র, লোভ ও প্রতিশোধের সাথে অতিপ্রাকৃত সম্ভাবনার মিশেলে লেখিকা খুব সুন্দর ভাবে এই বইটিকে পাঠযোগ্য করে তুলেছেন।
রিভিউটি লিখেছেনঃ Monolina Sengupta
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।