গল্পের নাম - রাস্তার মেয়ে
লেখক - বিনোদ ঘোষাল
এই গ্রুপের ই একটা কমেন্ট এ এই গল্পটি র ব্যাপারে জানতে পারি। গল্পটি মূলত নারীদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে লেখকের একরকম প্রতিবাদ বলা যেতে পারে। কিছু মেয়েরা মিলে একটা গ্রুপ বানায় । গ্রুপের নাম "রাস্তার মেয়ে" এবং এদের উদ্দেশ্য ধর্ষণের বিরুদ্ধে মানুষের মনে জাগরণ সৃষ্টি করা। তার সাথে সাথে একটা ছোট প্রেমের গল্প ও আছে। প্রথমে পড়তে শুরু করে মাঝে একটু ঝিমিয়ে গেছিলাম, তারপর গল্প এগোতে আবার ভালো লাগতে শুরু হল, আর ঠিক তখনই গল্পটা শেষ হয়ে গেলো। যদিও এই গল্পের মূল কাহিনী অন্য, তবু প্রেম পর্ব টা আরেকটু এগোলে খুব ভালো লাগতো।
রিভিউটি লিখেছেনঃ Dibyendu Rano
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।