বইয়ের নাম: শ্রীকৃষ্ণের শেষ কটা দিন
লেখক: সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রকাশনী: আনন্দ
মূল্য: ₹২৫০
আমার প্রিয় লেখকদের মধ্যে সঞ্জীববাবু একটি আলাদাই স্থান দখল করে থাকেন। সেটা তার ছোটদের লেখাই হোক, বা এই গল্পের মতো পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে লেখা ফিকশন, ওনার সহজ সরল লেখনীর ভাষা আমায় টানে।।
মাত্র ১০৪ পাতার এই বইয়ের শুরু হয় আমাদের ভুভারতে ঘটে যাওয়া কালজয়ী কুরুক্ষেত্র যুদ্ধ থেকে, সেখানের আবেগ, অনুভূতি এগুলোর সাথে অন্যতম প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ কিভাবে জড়িয়ে ছিলেন, তার উপস্থিতি ও ভূমিকা উঠে এসেছে প্রায় প্রথম ৮০ পাতায়। ধীরে ধীরে লেখা এগিয়ে চলে মহাভারতে এই সকলের প্রিয়, কারোর চোখে হয়ত অপ্রিয় এই মানুষটির তথা আমাদের ভগবানের শেষের দিনগুলোয়। বোঝাবে যে আত্মা অমর হলেও, এই শরীর নশ্বর।।
লেখকের লেখনীতে বারংবার ধরা দিয়েছে মহাভারতের অনেক অজানা কথা, অজানা তথ্য, ধরা দিয়েছে অদিষ্টের লিখন, পরিবার-পরিজন হারাবার কষ্ট। সব মিলিয়ে এই বই আপনাকে একবার পড়তেই হবে, এই বই আপনাকে ভাবাবে, আপনাকে উপহার দেবে এক নতুন আঙ্গিকে মহাভারত।।
রিভিউটি লিখেছেনঃ Sankar
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।