সুলেমানি গুপ্তধন
লেখক- সুদীপ্ত কাহালি
বরাবরই আমার ট্রেসার হান্ট এর উপর লেখা বই পড়তে বেশ ভালো লাগে। গল্পটির শুরু হয় ইন্দ্রনীল নামে এক ব্যক্তির ডায়রি লেখা থেকে। বিদেশে সে ঘুরতে গিয়ে একটি বোতল মেইল খুঁজে পায়। একটি গুপ্তধন এর নকশা রয়েছে তার মধ্যে। এর পরেই তার জীবনের আমুল পরিবর্তন ঘটে। একের পর এক ঘটনা ঘটতে থাকে তার সাথে। গল্পটিতে যেমন এডভেঞ্চার আছে তেমন সুপারন্যাচড়াল দিক ও রয়েছে। সব মিলিয়ে বেশ দারুন একটি উপভোগ্য বই। আমার বেশ ভালো লেগেছে।
আমার তরফ থেকে বইটিকে 5/4 রেটিং দিলাম।
রিভিউটি লিখেছেনঃ Asima Pramanik
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।