আঁধার আখ্যান
কৌশিক মজুমদার
প্রকাশক- বুকফার্ম
মূল্য-২৫০
সূচী
১৫ টি গল্পের সংকলন।
১) নির্জন স্বাক্ষর,
(২) স্ন্যাপচ্যাট,
(৩)কাঁটা,
(৪) পোস্টকার্ড,
(৫)টেলিপ্যাথি,
(৬)পিপহোল,
(৭)শল্লের নাভি,
(৮) অভিশাপ,
(৯) মরণের পরে,
(১০) প্রেতিনী,
(১১) বারো মিনিট,
(১২) শেষমেষ
(১৩) সে এক অদ্ভুত পার্টি,
(১৪) পাকড়ো ছোড়ো,
(১৫) সাজঘর।
১৫ টি গল্পের মধ্যে মৌলিক (১১ টি) এবং অনুবাদ (৪ টি)।
১৫টি গল্প আবার রহস্য,ভৌতিক, ফ্যান্টাসি কল্পবিজ্ঞান, অপরাধ এর উপর ভিত্তি করে দাঁড়িয়ে।
বইটিতে বেশ ভালো লেগেছে প্রতিটি গল্পের শেষে লেখকের জবানি, কি ভাবনা চিন্তার উপর ভিত্তি করে বা কোন পটভূমিকায় তিনি গল্প লিখেছেন সেটা সেখানে তিনি উল্লেখ করেছেন। অনুবাদ গল্পগুলো আমার ব্যক্তিগত ভাবে বিশেষ ভালোলাগেনি।ক্ল্যাসিকাল লকড রুম মিস্ট্রি নিয়ে লেখা প্রথম গল্প নির্জন স্বাক্ষর বেশ ভালো লেগেছে। পিপহোল, শল্লের নাভি, পোস্টকার্ড, প্রেতনি, টেলিপ্যাথি, অভিশাপ , কাঁটা। কাঁটা গল্পটি নন ক্রাইম স্টোরি, এই গল্পটির মধ্যে দিয়ে পাঠকরা পরিচিত হবেন অপরাধ সম্বন্ধীয় গল্পের নতুন একটি ধারার সাথে,যেখানে গল্পে অপরাধ নয় বরং অপরাধ মূলক কর্মের জন্য ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে।গল্পটি বেশ অন্যরকম। শিশুমনের গহীন অন্ধকার নিয়ে লেখা প্রেতনি গল্পটি বেশ নতুনত্ব। শল্লের নাভি এই গল্প সংকলনের সেরা গল্প বলা যেতে পারে, তন্ত্রসাধনার উপর ক্লাসিক ভয়ের গল্প। অভিশাপ গল্পটি গ্রামীণ পরিবেশে অপদেবতার গল্প, বেশ সুন্দর এগোচ্ছিল। বাঁধ সাধল শেষ টা। শেষটা বেশ আকস্মিকআকস্মিক। পিপহোল গল্পটি খুব ভালো লাগলো শেষের টুইস্ট এর জন্য। পোস্টকার্ড গল্পটি ও একাধারে লকড্ রুম মিস্ট্রি। চেনা ছকের অপরাধের অন্যরকম 'কারন' দর্শানোর জন্য স্ন্যাপচ্যাট গল্পটি লেখা। মরণের পরে গল্পটি সাদামাটা এবং ভয়ের বা অন্ধকারে তেমন কিছু নেই। পাকড়ো ছোড়ো (মূল গল্প Catch and relese ) মানুষের মনের এক অন্ধকার দিক ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে। খেলার নিয়ম তৈরি ও নিয়ম ভাঙা কি খেলোয়াড় এর হাতে! বাকি সাইন্স ফিকশন, ফ্যান্টাসি,ডিস্টোপিয়ান,অনুবাদ গল্প ১২ মিনিট(সাইন্স ফিকশন/ফ্যান্টাসি) , শেষ মেষ (রোয়াল ডাল রচিত Lamb to the slaughter র অনুবাদ), সে এক অদ্ভুত পার্টি( সাইন্স ফ্যান্টাসি), সাজাঘর (মূল কাহিনী Punishment Room)খুব একটা ভালো লাগেনি তাই বিশদভাবে লিখলাম না। ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পড়ার জন্য বইটি পড়াই যেতে পারে। নামে আঁধার থাকলেও লেখক খুব বেশী অন্ধকার ঢালেন নি তার রচনায়। আজকাল তন্ত্রমন্ত্র, ওকাল্ট এর পটভূমিতে লেখা অন্যান্য বইয়ের বদলে এই বইটি স্বাদবদল করবে।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।