Review
বই: ঐকতান
লেখক: রাজা ভট্টাচার্য
প্রকাশক: পত্রভারতী
মূল্য: ₹২০০
উক্ত লেখকের জীবনদর্শনের দৃষ্টিভঙ্গিটি বরাবরই আকর্ষণ করে। ক্ষুদ্রাতিক্ষুদ্র সামাজিক উপাদানগুলিকে গ্রন্থবদ্ধ করার প্রয়াসটি বড়ই সুন্দর। তাঁর কৃত্রিমতাবর্জিত লেখায় শিকড়ের টান থাকে, মাটির ঘ্রাণ থাকে এবং নানানভাবে সেগুলিতে সঙ্গীতের একটি বড় প্রভাব থাকে।
'চলাচল' পড়ার সময় বিহ্বল হয়েছিলাম সত্যি সত্যি। সেখানে সঙ্গীত-ই প্রধান চরিত্র। আশ্চর্য এক আবহ। 'ঐকতান' সেই পরম্পরা বজায় রাখল। যদিও 'চলাচল' ও 'ঐকতান'-এর মুলগত পার্থক্য আছে এক জায়গায়।
'চলাচল'-এ যেমন সঙ্গীতকে কেন্দ্র করে ঘটনাগুলি আবর্তিত হয়েছে, 'ঐকতান'-এ একটু উল্টো। এখানে সঙ্গীত এসেছে ঘটনাগুলিকে কেন্দ্র করে।
সাতটি অধ্যায়ে লেখকের জীবনের সাতটি অভিজ্ঞতা বর্ণিত হয়েছে যেখানে মানুষের সাথে মানুষের সংযোগের মাধ্যম ঘটেছে সঙ্গীতের মাধ্যমেই। রবীন্দ্রসংগীত থেকে ধ্রুপদী, লোকসঙ্গীত থেকে শিবস্তোত্র - সকল সুরই যেন বিশ্বমানবতার ঐকতান হয়ে ঘোরাফেরা করেছে এই সমগ্র রচনাটি জুড়ে।
কমবেশী ১৩০ পাতার বইটি কখন যে পাঠককে মন্ত্রমুগ্ধ করে ফেলে তা বইটি হঠাৎ শেষ হয়ে যাওয়া ইস্তক বোঝা দায়।
এই সুপাঠ্য বইটির মুদ্রণ, বাঁধাই ত্রুটিমুক্ত। শিল্পী ওঙ্কারনাথ ভট্টাচার্যের প্রচ্ছদটি বেশ দৃষ্টিনন্দন।