চিগারু - ত্রিজিৎ কর
বিভা প্রকাশনী
মূল্য- ২২২ টাকা
পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ের নিচে জঙ্গলে ঘেরা এক রহস্যময় গ্রাম চালসিয়া। এই গাঁয়ে গরুখুটা পরবের পর তিন পক্ষকাল ধরে নামে আন্ধারকাল। কেন এই তিন পক্ষকাল ধরে কেউ রাত জাগে না সেখানে? কি হয় যদি কেউ রাত জাগে সেখানে? এই গাঁয়েই আবার বিশেষ এক পরবে কেন কেটে নেওয়া হয় ছোট ছোট শিশুদের অঙ্গ? কি এই রহস্য?
চিন্দারা কি? কেন সেখানে সবসময় নরকের আগুন জ্বলে? কেন চিগারু তার শিকারকে ডেকে নিয়ে আসে চিন্দারায়? কেন কেউ সেখান থেকে আর ফিরে আসে না?
কলকাতা থেকে ছয় ভাইবোনের একটি দল চালসিয়ায় আসে তাদের পূর্বপুরুষের ভিটে দেখতে। কিন্তু সেখানে নিজেদের অজান্তেই কিভাবে তারা জড়িয়ে পড়ে চিগারুর এই মারণ খেলায়? কি ভয়ংকর পরিণতি অপেক্ষা করে আছে তাদের জন্য? পারবে কি তারা চিগারুর হাত থেকে বেঁচে ফিরে আসতে?
এইসমস্ত প্রশ্নেরই উত্তর মিলবে ত্রিজিৎ করের লেখা এই নতুন রুদ্ধশ্বাস উপন্যাস "চিগারু"র পাতায়। যা আপনাকে চুম্বকের মতো টেনে রাখবে উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত।না পড়া থাকলে অবশ্যই এই দুর্দান্ত উপন্যাসটি
রিভিউটি লিখেছেনঃ Saikat
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
বই - চিগারু
লেখক - ত্রিজিত কর
আমার রেটিং - ৮/১০
হরর সাহিত্যের নবীন লেখকদের মধ্যে এই লেখকের লেখা আমার বেশ লাগে। এর আগে এই লেখকের কিছু লেখা পড়েছি, বেশ মুন্সিয়ানার সাথেই লেখেন, সেই প্রত্যাশা নিয়েই পড়লাম এই বইটা, লেখক নিরাশ করেননি। বরং, উনি উনার প্রথাগত লেখার ভঙ্গী থেকে একটু আলাদাভাবেই লিখেছেন, বিভিন্ন চরিত্রের জবানীতে।
স্থান - পুরুলিয়ার চালসিয়া গ্রাম, সেখানের স্থানীয় লোকেদের বিশ্বাস, "গরুখুটা" উৎসবের পর "তিনপক্ষ" রাতে একদমই জাগতে নেই, নইলে, "তিন পক্ষে গাঁও জুড়ি আন্ধার ঘনায় / যে জাগে রাতে উ তার ঘরে যায়!"
শহর থেকে যাওয়া ৪ জন কিশোর, কিশোরী আর তাদের ২ জন দাদা দিদি, মোট ৬ জন হেসেই উড়িয়ে দেয়, এই সাবধানবাণী, তারপরই শুরু হয়, তার আগমন। তার নাম মুখে নিতে নেই, তিনবার যদি কেউ তার নাম নেয়, তবে তার রক্তবমি শুরু হয়, সেই ভয়ে আমিও আর তার নাম নিলাম না, বইয়ের নামেই নাম তার। সে নিমন্ত্রন পাঠায় তার সাথের খেলার জন্য, যে সেই খেলায় জিতবে, সে যা চাইবে তাই পাবে, তবে না জিতলে সে পরিণত হবে "চিবাঙ্গো" তে। তাকে বিনাশ করা কি সম্ভব ? ৬ বুড়ার সাথে তার কি সম্পর্ক ?? ছৌ নাচ, বাদুড়ি, চোল সাম্রাজ্য, বিরবুরু বোঙ্গা, দেবী চকরাসিনি, ভেলগুরু, তাপী বংশ, এদের মধ্যে কি যোগাযোগ, লেখকের মুন্সিয়ানা এখানেই, শেষ অবধি একদমে পড়ে ফেললাম। ভয়ের সাহিত্য যারা পছন্দ করেন, পড়ে দেখতে পারেন, হতাশ হবেন না।
রিভিউটি লিখেছেনঃ Biswajit
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।