review
বই - মুখের আড়ালে মুখোশ
লেখক - সরসিজ সেনগুপ্ত
প্রকাশক - সোম পাবলিশিং
8697267510, 9874094834
পেশায় মনোরোগ বিশেষজ্ঞ হবার দরুণ আত্মপ্রত্যয়ের সঙ্গে বলতে পারি, বাংলা সাহিত্যে মনোরোগ নিয়ে ভালো করে গবেষণা করে লেখা সুপরিচিত কাহিনি বেশি নেই। পাঠকরা সাধারণত বেশ কিছু উপন্যাস এবং গল্পের কথা বলে থাকেন, যেগুলিতে আপাতদৃষ্টিতে মনোরোগীর, বা রোগের বর্ণনা আছে, কিন্তু সেগুলি প্রধানত লেখকের মস্তিষ্কপ্রসূত, কোনও রকম রিসার্চ তাঁরা করেননি, এবং মনোরোগ সম্পর্কে নিজের রোম্যান্টিসিজম এবং মনের মাধুরী মিলিয়ে একটা জগাখিচুড়ি পরিবেশন করেছেন। মনোরোগ সম্বন্ধে ওয়াকিবহাল কেউ হয়ত ভেবেচিন্তে বলবেন, ওমুক বইয়ে ওমুক চরিত্রের মানসিক রোগ ছিল, এবং ওই জায়গায় ওমুক রোগলক্ষণ বর্ণনা করা হয়েছে, কিন্তু হিসেব মেলে না। বলা বাহুল্য, আমার বক্তব্য কাহিনি সম্পর্কে, তথ্যভিত্তিক বই বা প্রবন্ধ সম্বন্ধে নয়।
সরসিজ সেনগুপ্তর লেখা "মুখের আড়ালে মুখোশ" বাংলা সাহিত্যের এই ঘাটতিকে পুরণ করার দিকে এক বলিষ্ঠ এবং সফল প্রয়াস। বলা বাহুল্য, কোন মনোরোগ নিয়ে এই কাহিনি আধারিত, এবং কাহিনির বিন্যাস নিয়ে কিছু লেখা উচিত নয়, কারণ কাহিনিটি রহস্যকাহিনি এবং রোমাঞ্চকর - তাই লেখকের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সে সম্বন্ধে কিছু বলা উচিত নয়। রহস্যোন্মচনের কাজ বইয়ে যাঁরা করেছেন - অর্থাৎ পুলিশ এবং মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিদ - তাঁদের ওপরেই ছেড়ে দেওয়া উচিত।
সুখপাঠ্য লেখা, এবং পুঙ্খানুপুঙ্খ ডিটেলের দিকে নজর - এই দুইয়েরই সমন্বয় সরসিজর কাহিনিকে করে তুলেছে মনোগ্রাহী। সোম পাবলিশারের প্রকাশনার ডিটেলও ভালো, ফলে সব মিলিয়ে বইটি সব দিক থেকেই পাঠযোগ্য এবং সুপারিশ করার মতো।
রিভিউটি লিখেছেনঃ অনী দেব