review
বইয়ের নাম - পণ্যভূমি
লেখকের নাম - ইন্দ্রনীল সান্যাল
এটি একটি ম্যেডিকেল থ্রিলার। গতকাল এই উপন্যাসটি মোটামুটি এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। অসম্ভব ভালো লেগেছে।
গল্পের শুরু হয়েছে একজন ডাক্তারের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে। তবে কিছুটা পরেই গল্পের মোর ঘুরে যায়। হাসপাতালে কিভাবে শিশু পাচারের বেআইনি ব্যাবসা চলে সেটার দিকে আলোকপাত করা হয়েছে। কিভাবে এইসব অপরাধীদের ধরা হলো তাই নিয়েই গল্প।