Review
নাম _ প্রতিশব্দ
লেখক_ অভিজিৎ তরফদার
বিষয় _ রহস্য গল্প
প্রকাশ _ নবকল্লোল ১৪২৮
লেখক পরিচিতি
অভিজিৎ তরফদারের জন্ম ১২ মার্চ, ১৯৫৯। শিক্ষা বর্তমান মিউনিসি মেডিক্যাল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এম ডি পাশ করে তিন বছর মী চিকিৎসক হিসাবে কাজ করার অভিজ্ঞতা। চণ্ডীগড়ের পোরেট ইনস্টিটিউট থেকে নেফ্রোলজিতে ডি এম বিশ্ব স্বাস্থ্যসংস্থার ফেলোশিপ নিয়ে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে উ শিক্ষাগ্রহণ। বর্তমানে কলকাতার এস এস কে এম (পিজি) হাসপাতালে নেফ্রোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক। স্কুল-কলেজের ছাত্র অবস্থায় পর-পত্রিকায় লেখালেখি, পত্রিকা প্রকাশ। শরৎ শতবর্ষে প্রবন্ধ ছোটগল্পের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার। পরবর্তী প্রায় দশ বছর সাহিত্যচর্চায় পরা। ১৯৯৩-এ দেশ পত্রিকার প্রথম প্রকাশিত প্রতিভা। পরের বছর ছোটবড় পত্রপত্রিকার পাতা। ১৯ মৌলিক পূর্ণাঙ্গ নাটক রচনার জন্য 'সুন্দর' । মহতি প্রথম প্রকাশিত উপন্যাস পেশা এবং লেখালেখির মধ্য থেকে যেটুকু সময় নিজের জন্য থাকে সেটুকু তোলা থাকে কাছের মানুষদের সঙ্গে কাটানোর জন্য।
Review
তিনজন বড়োলোক বাড়ির যুবক এক সাথে এক দিনে উধাও হয়ে যায় এক পার্ক থেকে। পুলিশি তদন্তে জানা যায় যে তিন জনই নেশা ভাঙ করা বড়োলোকের বখাটে ছেলে।একসাথে পার্কে নেশা করত। এছাড়া আর কোনও সূত্র নেই।তবে ওই পার্কে প্রতি দিন আসা দুই বুড়োর মধ্যে এখন শুধু একজনই আসে। তিন দিন পরেই ওই তিনজন পার্কে ফিরে আসে।পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে দিয়ে আসে।তবে একটা অবাক মিল ,তিনজনেরই কানের পর্দা ফেটে গেছে। অপরাধী বৃদ্ধ স্বীকারোক্তি দিলেও সৎ বিবেকবান পুলিশ অফিসার তার বিরুদ্ধে কোনও স্টেপ না নিয়ে প্রমাণের অভাবের জন্য তাঁকে মুক্তি দেন।
কিন্তু কেন ? তার জন্যই পড়তে হবে গল্পটা। অপরাধের পিছনে থাকা গল্প বলে এটাই হয়তো উচিত শাস্তি ছিল।
রিভিউটি লিখেছেনঃ অরুপ