বইয়ের নামঃ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি
লেখকঃমোহাম্মদ নাজিম উদ্দিন
ধরণঃ থ্রিলার
(বইটা প্রথমে পড়তে গেলেই মনে হতে পারে, এইটা আবার কেমন নাম! কিন্তু নামটা বেশ ঘটনার জন্য বেশ যুক্তিযুক্ত এবং পাঠক কে আকর্ষণ করে নামটা।)
কাহিনী সংক্ষেপঃ (সামান্য স্পয়লার আছে)
ঘটনার শুরু সুন্দরপুর নামে একটি মফস্বল এলাকা নিয়ে।হাইওয়ের সাথেই আছে একটা রেস্টুরেন্ট, যার নাম " রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি"..রেস্টুরেন্টের পরতে পরতে রূচিশিলতার ছাপ স্পষ্ট,বোঝায় যায় যে একজন রূচিশীল ব্যক্তি ই রেস্টুরেন্টের নকশা করেছেন ..রেস্টুরেন্টের নাম যেরকম সবাইকে অবাক করে দেয়,এখানকার খাবার ও সবাইকে সেরকম অবাক করে দেয়।অত্যন্ত সুস্বাদু এখানকার খাবার।দূর দূরান্ত থেকে মানুষ শুধু এখানকার খাবার খেতেই ছুটে আসে।এই রেস্টুরেন্টের মালিক এবং চীফ শেফ হলেন মুশকান জুবেরি নামে এক মহিলা।অসাধারণ সুন্দরী, অসাধারণ তার হাতের রান্না আর তেমনি তীক্ষ্ণ তার বুদ্ধি;এককথায় Beauty with brain যাকে বলে।
এলাকার কারোর সাথেই মুশকান জুবেরির তেমন উঠাবসা নেই,কেউ তার সম্পর্কে কিছুই জানে না।কিন্তু সুন্দরপুরের এমপি এসপি দের সাথে আছে তার অনেক বেশি ঘনিষ্ঠতা আছে,যার কারণে মহিলার বিষয়ে সবার অনেক আগ্রহ থাকলেও কেউ তাকে ঘাটিয়ে সুবিধা করতে পারেনি এখনো।গ্রামে এরকম খবর ও আছে যে মুশকান জুবেরি আসলে এক ডাইনি।
গল্পের আরো কিছু উল্লেখযোগ্য চরিত্র হলো আতর আলী-যে গ্রামে বিবিসি নামে পরিচিত,গ্রামের সবরকম খবর তার কাছে থাকে। ফালু-যে কবর খুড়ে। গ্রামের কোন মানুষ মারা যাওয়ার আগেই নাকি ফালু বুঝতে পারে আর advance কবর খুড়ে রাখে।
অন্যদিকে,অনেক দিন আগে এক যুবক নিখোঁজ হয়ে যায়, যে শেষ বার এসেছিল সুন্দরপুরের "রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি" নামক রেস্টুরেন্টে।তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।এইরকম আরো ৪ টা কেস আছে।আর এই কেসের ইনভেস্টিগেসনের জন্য ই নুরে ছফা নামে এক ইনফেস্টিগেটর আসেন সুন্দরপুরে।নুরে ছফা মনে করেন এই ঘটনার সাথে মুশকান জুবেরির কোন না কোন যোগাযোগ আছে।সেজন্য ই সে খেতে আসে এই রেস্টুরেন্টে।ঘটনা এগিয়ে যেতে থাকে,আস্তে আস্তে জট খুলতে থাকে অনেক রহস্যের।
রমাকান্তকামারঃ গ্রামের বয়ষ্ক একজন মানুষ, যিনি আগে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। কি মনে হয়?নিখোঁজ হওয়া যুবক গুলোর নিখোঁজ হওয়ার সাথে কি আসলেই মুশকান জুবেরির কোন যোগাযোগ আছে?আর থাকলেও বা কিভাবে? এইরকম সাহিত্য প্রেমী,রূচিশীল নারীর সাথে কারো নিখোঁজ হয়ে যাওয়ার সম্পর্ক থাকা বেমানান লাগে না? তাহলে কি নুরে ছফা ভুল ভাবছেন? আর নুরে ছফা যদি ভুল হয়ে থাকেন, তাহলে নিখোঁজ হওয়া যুবকগুলোর সাথে আসলে কি ঘটেছিল? আপনি আসলে যা ভাবছেন তা কিন্তু অবশ্যই না।

রিভিউটি লিখেছেনঃ সুপ্রিয়া দে সরকার