Review
বই- তুমি আছো আমি আছি
লেখক - জয়দীপ চক্রবর্তী
পৃষ্ঠা- ১৭৫
রেটিং- ৮/ ১০
জয়দীপ চক্রবর্তীর লেখা তুমি আছো আমি আছি উপন্যাসটি পড়তে পড়তে লেখক ও উপন্যাস সম্বন্ধে নতুন করে উৎসাহ জাগে। এই উপন্যাসটি আমার জয়দীপ চক্রবর্তী লেখা প্রথম উপন্যাস। উপন্যাসটি যদিও রাজদীপ এবং রুসার প্রেমের কাহিনী কিন্তু পড়তে পড়তে কখনো কখনো মনে হয় আমি যেন মূল চরিত্র রাজদীপের মধ্যে ঢুকে যায়। লেখক রাজদীপ এর মধ্য দিয়ে যে জীবন দর্শন তুলে ধরেছেন তা এক কথায় অনবদ্য। রাজদীপ তার মূল্যবোধকে বাঁচিয়ে রেখে যে জীবন সংগ্রামের সামিল হয়েছে তার মধ্যে লেখক বর্তমান সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছেন। উপন্যাসটি পড়ার পরেও মনেতে তার একটি রেস লেগে আছে ।সকলকে বইটি পড়ার অনুরোধ রইলো, ভালো লাগবে।
review
বইয়ের নাম- তুমি আছো আমি আছি
লেখক - জয়দ্বীপ চক্রবর্তী
এই বইয়ের মধ্যে কবি তুলে ধরেছেন আমাদের জীবনের পরম সত্যকে।
আমরা মানুষরা শুধুমাত্র আনন্দ উপভোগের জন্যই ছুটে যাই। আসলেই আমরা সবাই মৃত।
আমরা কেউ আমাদের মধ্যেকার আসল সত্তাটাকে
খুঁজে পেতে চাইনা, চিনে নিতে চাইনা একথা সত্যই।
এই উপন্যাসেও লেখক তেমনই রাজদ্বীপকে বারবার জীবনের পথে একা করে দিয়েছেন, কেড়ে নিয়েছেন তার পরম ভালোবাসার মানুষগুলোকেও।
তবে সবশেষে তাকে ফিরিয়েও দিয়েছেন তার আসল মানুষকে।
ঈশ্বরের প্রতি রাজদ্বীপের যে সংকচ বা সন্দেহ ছিল তা সবই মিটিয়ে দিয়েছেন।
হাজারো সমস্যার মাঝেও যে কখনো হাল ছাড়া যাবেনা, জীবন যে যুদ্ধের ময়দান সেটাই বুঝিয়ে গেছেন লেখক, তাঁর কলমের আঁচড়ে।
সবটুকু উপন্যাস পড়ে সত্যিই খুব ভালো লাগলো।মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছি ক্রমশ। জীবন আসলেই বড়ো জটিল তবে নিজের উপর ভরসা রেখে সৎপথে চলতে হবে, তাহলেই আমরা নিজেদের খুঁজে পাবো, জীবনের আসল অর্থ বুঝতে পারবো।❤️