1Q84
হারুকি মুরাকামি
এ এক প্রেমের গল্প যার পরতে পরতে জড়িয়ে আছে বিজ্ঞান, রহস্য আর ফ্যান্টাসি। পড়তে শুরু করলে সব ভুলে গিয়ে আপনি পাতার পর পাতা উল্টে যাবেন যতক্ষণ না শেষ পাতার শেষ বাক্যটি পড়ে ফেলবেন। অন্তত আমার ক্ষেত্রে এরকমই হয়েছে।
টেনগো আর অমামে দুই প্রধান চরিত্র যাদের ঘিরে গল্প এগিয়েছে। তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ ঘটে তাদের দশ বছর বয়সে - যখন তারা স্কুলে। তারা বাঙালি নয়, নইলে বলতাম যখন তারা হাফ প্যান্টে। সেই বয়সের স্কুল জীবনে যেমন হয়, খুব কাছাকাছি এলেও অবশ্য তাদের মধ্যে টুকটাক টানাপোড়েন ছাড়া আর তেমন কিছু ঘটে না। তারপর কেটে যায় অনেক গুলো দিন। কিন্তু তারপর আসে সেই বিশেষ সময় - 1Q84 - সেই বছরেই ঘটে সেই বিশেষ ঘটনা যার জেরে আবার তারা পরস্পরের মুখোমুখি হয়ে পড়ে। (এখানে সময়টা সম্পর্কে বিস্তারিত লিখছি না। পাঠক নিজে পড়ে এই সময়টা বুঝে নিন)
গল্পের প্লট আর চরিত্র চিত্রন বিস্তারিত। যদিও আমার ব্যক্তিগত মতামত যেন একটু বেশিই বিস্তারিত। এতটা না হলেও চলত। তবে সম্ভবত প্লটটা নিখুঁতভাবে সাজানোর উদ্দেশ্যে লেখক এতোটা বিস্তারে লিখেছেন। রহস্যের মোচড় এবং প্লটের নতুনত্ব দূর্দান্ত। যদিও শেষের অপ্রত্যাশিত ট্যুইস্ট আর যেভাবে লেখক গল্প শেষ করলেন তা আশ্চর্যজনক লাগলেও ব্যক্তিগত ভাবে আমার পছন্দ হয়নি। যেভাবে গল্প এগিয়েছে এবং যেভাবে চরিত্রেরা গড়ে উঠেছে সেই হিসেবে আমি আরও দূর্দান্ত কিছু আশা করেছিলাম।
এই কল্পবিজ্ঞানের গল্পে বিজ্ঞান আছে যথেষ্ট পরিমাণে - তবুও একে হার্ড এসএফ না বলে আমি সফ্ট এসএফ বলে ট্যাগ করব। এখানে বিজ্ঞানের যে ধারণা গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে "এয়ার ক্রাইসালিস অ্যান্ড দ্য লিটল পিপল", "যমজ চাঁদের বিশ্ব" এবং "সমান্তরাল মহাবিশ্বের ধারণা"। নতুন চিন্তার খোরাক আছে। বিষয় আকর্ষণীয়। আমার ভালো লেগেছে। আপনারও ভাল লাগতেই পারে যদি বিষয় গুলো আপনার পছন্দের হয়।
আমার মতে অবশ্য পাঠ্য এবং সংগ্রহ যোগ্য বই। তবে এই বই তাদের পছন্দ নাও হতে পারে যারা -
১) দীর্ঘায়িত গল্প পছন্দ করেন না।
২) গল্পে যৌনতা, নগ্নতা এবং অপশব্দ অপছন্দ করেন।
৩) গার্হস্থ্য হিংস্রতা সম্পর্কে যারা দু চোখ বন্ধ রাখতে ভালোবাসেন।
রেটিং:- ৪.১/৫
রিভিউটি লিখেছেনঃ Soumendra Mitra
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।