বইয়ের নাম - আঁধার, আটটি ভয়ের গল্প
লেখিকা - Jhilam Gupta
পৃষ্ঠা সংখ্যা - ৫৪
প্রথম প্রকাশ - সেপ্টেম্বর, ২০২২
মূল্য - ₹২০০
গ্রন্থস্বত্ত্ব - বইটই ও লেখিকা
রিভিউ লিখেছেন - শুভজিৎ বিশ্বাস
ঝিলাম গুপ্ত, নাম তো শুনায়ই হোগা! সত্যি বলছি, চুল ছোটো করে কাটা, কাটছাট কথা বলা সেই মেয়েটিও যে একটা গল্প সংকলন লিখে ফেলতে পারে তা সত্যি ভাবেনি। হয়ত আগে জানতে পারলে অনেকদিন আগেই এই কথাগুলোই লিখতাম। যাক গে, বই সকালেই পেলাম। লেখা ছিল, 'আঁধার, আটটি ভয়ের গল্প' তারপর উপরে তাকিয়ে দেখতাম ঝিলাম গুপ্ত। তাড়াতাড়ি শেষ পেজে গেলাম, দেখলাম হ্যাঁ সেই ঝিলাম গুপ্ত যার ক্যামেরা সামনে বা পিছনে কথা বলতে গেলে স্ক্রিপ্ট লাগে না, লাগে না আলোক ঝকমকানি। তাই আর দেরি না করে ফোনের এরোপ্লেন মোড অন করে বসে পড়লাম পড়তে 'আঁধার, আটটি ভয়ের গল্প'।
স্পইলার না দিয়ে যতটুকু বলা যাই বলছি।
প্রথমেই বলি, এই গল্প সংকলন কিন্তু হাড়হিম করা ভূতের বা ভয়ের গল্প নয় যা অন্য পাঁচটা গল্পের মতো পরপর কয়েকটি শব্দ সাজিয়ে যুক্তিহীন ভৌতিক পরিবেশ সৃষ্টি করি হয়নি। বরং যেটুকু ভয় পেলে মানুষের নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে, ঠিক সেটুকুই আলোকপাত করা হয়েছে। মৃত্যুর পরেও কখনও কারোর মৃত্যু হয় ! এ মৃত্যু জীবনের মৃত্যু নয়, ভালোবাসার মৃত্যু। যে ভালোবাসা খুঁজে মরে কাছের মানুষ আর মনে মনে শুধু একটাই কথা ভাবে, যে আমার সে শুধু যেন আমারই থাকে।
ভূতের ভয় পান ! না পেলে চলুন একবার শ্মশান থেকে ঘুরে আসি যেখানে একজন সাধক শোনাবে মৃত্যুর গল্প। আপনিও শুনবেন, তারপর? কখনও রাতের বেলা একটা ঘরে একা থেকেছেন? মনে করুন, আপনার মতোই দেখতে কেউ এসে আপনাকে ভয় দেখাচ্ছে। তখন আপনি কি করবেন? পালাবেন? পালাতে হবে না, বরং পড়ুন এই গল্পগ্রন্থ, সব ভয় পালিয়ে যাবেযাবে না হলে আরও ভয় পাবেন।
এরকমই সব ভূতেদের নিয়ে ঝিলাম গুপ্ত রচিত "আঁধার, আটটি ভয়ের গল্প" যেখানে ভূত আছে, ভয় আছে আর আছে কিছু মর্মান্তিক পরিণাম। সবশেষে বলি, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ভূমিকাটাও মন কাড়ার মতো। এখনও না পড়ে থাকলে এখনই শুরু করে দিন। পড়তে পড়তে কখনও শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না।
ধন্যবাদ
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।