অপ্রকাশিত ছবি
দেবাঞ্জন মুখোপাধ্যায়
স্টেশনে মেলে এক চিত্রসাংবাদিক এর দেহ। এদিকে স্টেশন চত্বরে পরে ছিল একটি পেনড্রাইভ। মারা যাবার আগে মৃত ব্যক্তি দাবি করে গেছেন তার কাছে এমন এক জিনিস রয়েছে যা প্রকাশিত হলে রাজ্যের নেতা মন্ত্রী দের ঘুম ছুটে যাবে।
ওদিকে গ্রাম এর এক দরিদ্র ছেলে বুঁদে খুন হয়। দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র? কোলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রফেসর এর রিসার্চ পেপার চুরি হয়ে যায় আগের ঘটনার আগেই। সরকারি গোয়েন্দা কিংশুক বাবু কে মন্ত্রী দের কূকান্ডে উল্লেখযোগ্য তদন্তে নতিস্বীকার করতে বলায় তিনি চাকরি ছাড়েন। স্বমহিমায় এই ঘটনায় ঝাঁপিয়ে পড়েছেন। পারবেন কি এবার জয়ী হতে?
আদ্যোপান্ত একটি রাজনৈতিক থ্রিলার।শাসক দল, বিরোধী পক্ষ সবার স্বরূপ আপনাদের চোখের সামনে। ভালো লেগেছে তবে একটু ছোট হলে ভালো হত, অনেক টা সময় জুড়ে এক ই জিনিস বারবার বলা হয়েছে ও রহস্য তৈরি করা হয়েছে।
রিভিউটি লিখেছেনঃ Riya
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।