বরেন মজুমদার হত্যা রহস্য
অভীক সরকার
বিখ্যাত painting চুরি পৃথিবীর অন্যতম ক্রাইম। অতীতে অনেক বড় বড় জাদুঘর থেকে অনেক painting চুরি গেছে, তার অনেক রহস্যের ই কিনারা হয়নি। এই গল্প সেইরকম একটি মহা মূল্যবান painting চুরি নিয়ে। এই শিল্পীর painting original খুবই কম আছে পৃথিবীতে, সুতরাং প্রতিটি ই মূল্যবান।
এইরকম একটি painting 1990 সালে বোস্টন থেকে চুরি যায়, সেটি এসে পড়ে কলকাতার বনেদি মজুমদার পরিবারে। details এ যাব না, কারণ লেখক খুব সুন্দর করে আস্তে আস্তে রহস্যের সুতো ছেড়েছেন। মজুমদার পরিবারে অনেকে থাকেন, যদিও পরিচারিকা, বা কর্মচারী দের সংখ্যা ই বেশি। আপাত দৃষ্টিতে যতো গল্প এগোবে তত মনে হবে সবারই vested interest রয়েছে এই হত্যার পেছনে। বলা বাহুল্য, বরেন মজুমদার কে হত্যা করা হয়েছে।
বরেণ বাবু খুব একটা মিশুকে ছিলেন না, নিজের বই এবং art এর জগত নিয়েই থাকতেন। Chartered Accountant ছেলের সঙ্গে ভাব বা বিরোধ কোনোটাই সেইরকম ছিল না। ঘনিষ্ঠ বন্ধু বলতে family ডক্টর ও বাল্য বন্ধু ডক্টর সরকার, ও art connoisseur businessman সুরেশ অগ্রবাল। এইরকম নির্বিবাদী মানুষ কে কে মারলো, কেনো মারলো? পুলিশ CID যখন হিমশিম, তখন ADG মনোজ চাকলাদার তার মামা প্রফেসর মুখার্জি এর শরণাপন্ন হলেন, যিনি অতীতে তার বুদ্ধি দিয়ে পুলিশ কে সাহায্য করেছেন অনেক কেস এ।
প্রফেসর মুখার্জি নেমে পড়লেন আসরে, সাথে ইন্সপেক্টর বর্মন কে নিয়ে।
শেষ দিকে আমার একটু জোলো মনে হয়েছে, হঠাৎ করে যেনো শেষ হয়ে যাওয়া। রহস্যের জট বাঁধানো যেমন জমজমাট, জট ছাড়ানো টা সেইরকম জমে নি। তবু পড়তে মন্দ লাগবে না।
আমার রেটিং: ৭/১০
রিভিউটি লিখেছেনঃ Subhashis
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।