চন্ড রাজার বলি
লেখক: সঞ্জয় ভট্টাচার্য
দীপ প্রকাশন
আমার পড়া লেখকের প্রথম বই। বৃষ্টির দিনে adventure গল্প পড়ার ইচ্ছায়, একদিনেই বইটি শেষ করি। একটি গল্পে adventure, জঙ্গল, তন্ত্র-মন্ত্র, অধিবাসী লৌকিক উপাচার সব পেতে চাইলে বইটি পড়ে দেখতে পারেন।
তপন পেশায় সাংবাদিক, বন্ধু জয়ন্ত কে জানায় নকশাল নেতা সমীরনের ইন্টারভিউ নেওয়ার জন্য উড়িষ্যার জঙ্গলে, সেখানে গিয়ে জানতে পারে নিকটবর্তী ভাগীরথপুর গ্রামে নরবলি হয়। সেই নিয়ে স্টোরি করতে গিয়ে আলাপ হয় ত্রিলোচন নামের এক তান্ত্রিক পূজারী, যার ভয়ে গ্রামে সবাই তটস্থ।
এই পূজারীর কাছ থেকে তপন জানে চন্ড রাজার বালির বাপ্যার, যার জন্য ত্রিলোচন এক জমিদার পুত্রকে ৭ বছর ধরে বন্দি রেখেছে মন্দিরের এক গোপন ঘরে। এরপর তপন সেই বাচ্ছা ছেলেটিকে মুক্ত করে। এরপর গল্পটি পট পরিবর্তন করতে থাকে... তপন কি উদ্দেশ্য ছেলেটিকে মুক্ত করেছিল? জয়ন্ত বন্ধুর জন্য কি সমস্যায় পড়বে? টান টান উত্তেজনা পূর্ণ এই গল্পটি একবার পড়তে শুরু করলে শেষ করতে হবে। গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে রুদ্রপ্রসাদ মিত্র, যিনি জয়ন্তকে অনেকভাবে সাহায্য করবেন। অলৌকিক উপাচার, জঙ্গলের adventure, দেবতার অভিশাপ... এককথায় সুপাঠ্য।
দিতার ঘড়ি - দীপেন ভট্টাচার্য Ditar Ghori by Dipen Bhattacharya
রিভিউটি লিখেছেনঃ Sumanta
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।