ছোট্ট একটি কাঁটা
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
প্রথম প্রকাশ শারদীয়া কিশোর ভারতী ১৪২৫
বিষয় — ইতিহাসভিত্তিক নভেলেট
অষ্টাদশ শতকের ভারতবর্ষ। বিভিন্ন ইউরোপীয় জাতি গোষ্ঠী বাণিজ্যের নামে লুন্ঠনের ক্ষেত্র এই সোনার দেশ এবং সোনার বাংলাও। এর কয়েক বছরের মধ্যে শুরু হবে ২০০ বছরের রাজনৈতিক পর্ব। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিশেষে ইংল্যান্ডেশ্বরী শাসন করবেন । দীর্ঘ কালপর্বে একটা দেশের পরবর্তী রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইতিহাস আমূল বদলে যেতে শুরু করবে। কিন্তু প্রত্যেক সূচনারও একটি শুরু থাকে। ইংরেজ রাজত্বের সেই সূচনা হয়েছিল সম্রাট ফারুকশিয়ারের একটি ঐতিহাসিক ফরমানের জোরে। বাংলাদেশসহ ভারতবর্ষের মধ্যে বাণিজ্যের অধিকার দিয়েছিল সেই ফরমান এবং যার জোরে একটি বিশাল ভূখণ্ডের পরবর্তী ভাগ্যকে বদলে গিয়েছিল। এই কাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরমান পাওয়ার পূর্ববর্তী ঘটনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিকিৎসক কর্মচারী হ্যামিল্টন সাহেব যে ফরমান আদায় করেছিলেন এবং কিংবদন্তী এই যে, মরণাপন্ন সম্রাটের জীবন আধুনিক শল্য চিকিৎসা মাধ্যমে ফিরিয়ে দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ তিনি অর্জন করেছেন এই মূল্যবান ফরমান। এ গল্পে আছে সেই ফরমান আদায়ের কাহিনী। ফরাসি ওলন্দাজ পর্তুগিজ প্রমুখ এর আগে আসা ইউরোপীয় বণিক গোষ্ঠীর সঙ্গে ইংরেজদের বাণিজ্যিক লড়াইতে প্রথম পর্যায়ে ইংরেজরা পিছিয়ে ছিল। কিন্তু সেখান থেকেই তাদের ঘুরে দাঁড়ানোর গল্পটি শুরু হয়, ওই ফরমানের জোরে। বাকিটা ইতিহাস। সেই ইতিহাস রচনা হয়েছিল একটি ছোট্ট কাঁটার জোরে। মুঘল সম্রাটদের মধ্যে সিংহাসন নিয়ে যে ঐতিহাসিক বিবাদের পরিচিত ইতিহাস, ঔরঙ্গজেবের পর তা আরো কঠিন অনিশ্চিত আকার নেয়। আর সেই সময় সম্রাট ফারুকশিয়ারের সংকটজনক অবস্থা এবং সেই অসুস্থতাকে কিভাবে ভাগ্যের জোরে সারিয়ে তোলার দায়িত্ব পান ভ্যালেন্টাইন সাহেব এবং আন্তরিক ইচ্ছা শক্তি ও অনুকূল ভাগ্যের জোরে তিনি সাফল্য অর্জন করেন, লেখক সেই কাহিনী বিবৃত করেছেন। কিছুটা ইতিহাস, কিছুটা কিংবদন্তী এবং বাকিটা কল্পনার মিশ্রণ। আর প্রত্যেক গভীর প্রাপ্তির পেছনেই থাকে একটি কোনো না কোনোভাবে গভীর আত্মত্যাগের গল্প। এখানেও এই আত্মত্যাগ ঘটিয়েছেন স্বয়ং হ্যামিল্টন, বড় নিঃশব্দে; কোম্পানির জন্য, জাতির জন্য, দেশের জন্য।
সহজ বাচনিক ভঙ্গিতে লেখা এ কাহিনী। তাঁর অন্যান্য কাহিনীর মতোই ভারী আকর্ষণীয়। কিছুটা রহস্য কিছুটা ইতিহাস মিশে থাকা এই গল্প পাঠককে শেষ অব্দি টেনে রাখে।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।