বই: চুপি চুপি আসছে
লেখিকা : সায়ন্তনী পূততুণ্ড
অধিরাজ অ্যাডাল্ট সিরিজ (২)
বিভা প্রকাশনী
গোয়েন্দা অধিরাজ ও তার সিআইডি টীমের দ্বিতীয় অ্যাডাল্ট সিরিজ এই চুপি চুপি আসছে। প্রথম "সর্বনাশীনী" যেখানে শেষ হইছে ঠিক সেখান থেকেই এই রহস্য কাহিনীর শুরু। ৪০ বছর আগেকার সিরিয়াল কিলীং আবার এত বছর পর শহরের রাতের ঘুম , দিনের আরাম কেড়ে নিলে তদন্তের ভার পরে সর্বনাশীনী কেশের পর সবার পছন্দের এবং ভরসার অফিসার আইজি অধীরাজ ব্যানার্জী র উপর ।। কিন্তু এবারের তদন্ত আরো সাংঘাতিক কারণ খুনি অজানা এবং অত্যন্ত নৃশংস যে কিনা বিভৎস ভাবে হত্যা করে সেই সময়ের প্রত্যেক তদন্তকারী অফিসারকে। আর হত্যার আগে প্রতি পুরুষ অফিসারদের সাংঘাতিক রকমের যৌণ নিগ্রহ করা হয় !! শুধু তাই নয় এই কেসের সন্দেহের তালিকায় রয়েছে অধিরজ ব্যানার্জী র বস আর মূল অভিযুক্ত একজন প্যাথলজিক্যাল লায়ার যাকে কোর্ট এত বছর পর নির্দোষ ঘোষণা করেছে।
অদ্ভুত দোটানার মধ্যে তদন্ত শুরু হয় আর যত এগিয়ে যায় তত নৃশংস ভাবে আবারও খুন হতে আরম্ভ করে, আর তদন্তকারি অফিসারের বাড়ির দেয়ালে এক,দুই করে সংখ্যা লিখে দেয় বোঝাতে যে এবার অধিরাজর পালা। সিআইডি টীম তার সাথে ফরেনসিক বিভাগের সবাই প্রাণ পণ চেষ্টা করে যায় যাতে ঠিক সময় খুনি কে ধরে অধীরজ কে বাঁচানো যায়। এরা যত চেষ্টা করে খুনি র কাছে পৌঁছানোর সে তত চোখে ধুলো দিয়ে সামনে থেকে পালিয়ে যায় আর অধিরাজ্ এর জীবন প্রদীপ একটু একটু করে নিভে যেতে থাকে।
কিভাবে ধরবে খুনিকে অধীরাজ্? কিভাবে বাঁচবে তার আঘাতের কাছ থেকে? কেনো সে এত নৃশংস? কি মনস্তত্ত্ব জড়িয়ে আছে এর সঙ্গে? নিজের জীবনের কোন যন্ত্রণা কে সমাজ কে ফিরিয়ে দিতে এমন প্রতিশোধ নিচ্ছে খুনি? পুলিশ বিভবের ওপরই কেনো এতো রাগ? পুরুষ হয়ে পুরুষ কে ভালোবাসে এই কি তার অপরাধ? না আরো কিছু সমাজের নোংরা রূপ লুকিয়ে আছে এর মধ্যে?
এ সব প্রশ্নের উত্তর পেতে পড়তেই হবে চুপি চুপি আসছে। থ্রিলার হিসাবে খুব সুন্দর বই। যারা আধিরাজ সিরিজ পড়েছে তাদের জন্য সেরা বই। সর্বনাশীনী র মতোই মন জিততে বাধ্য।
এর সব থেকে সুন্দর অংশ শেষ ভাগ মানে যাকে বলে "ক্লাইম্যাক্স"। পুরো কাহিনী তে শুধু খুনীর ওপর ঘেন্না হবে কিন্তু শেষে এসে সমাজের এক অংশের মানুষদের প্রতি জন্ম নেবে হতাশা আর এখানেই এই কাহিনীর সফলতা।
রিভিউটি লিখেছেনঃ Dream P
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।