Heart on the edge
Novoneel Chakraborty
"দুটো ভিন্ন মানুষ যখন দিন এর পর দিন এক ঘটনা ও ট্রমা র মধ্যে দিয়ে যায় তখন দুজনের জীবন এক সুতোয় গাঁথা হয়ে যায়।"
নৈশী, শ্রাবণ, মানি ও মিনাক্ষী। দিদি, ভাই, মা, বাবা নিয়ে এক হাসিখুশি ভরা সংসার। হঠাৎ একদিন ভাই শ্রাবণ নিখোঁজ হয়। কোথাও খুজেঁ পাওয়া যায় না তাকে ত্রিভুবনে।দ্বাদশ শ্রেণীতে পড়া একটা জ্বলজ্যান্ত মানুষ কোথায় গায়েব হল?
ওদিকে ২১ বছর আগে এক অনাথ মেয়ে কে দিন এর পর দিন "তথাকথিত শিক্ষিত " স্কুলের শিক্ষক এর বিকৃত কাম বাসনার স্বীকার হতে হয় দিন এর পর দিন। একটি প্রস্ফুটিত কুসুম হারিয়ে ফেলে তার শৈশব, কৈশোর, যৌবন ও গোটা জীবন। কি দোষ ছিল তার?
ওদিকে নৈশী কে পরের পর অজানা জায়গা থেকে পার্সেল দেওয়া হতে থাকে। ও তাকে একটা ভয়ংকর গেম খেলতে হবে তবেই সে এক সত্য র সম্মুখীন হতে পারবে যেটা জানার পর তার পা থেকে চিরকাল এর মত মাটি সরে যায়। সে কি গেম এ জিততে পারবে?
আবার ও দুর্ধর্ষ গতিতে লেখক আমায় শুরু থেকে শেষ টেনে নিয়ে গেলেন না থামিয়ে। শ্বাস প্রশ্বাস রোধ করে পড়ছি এর শেষ দেখতেই হবে। জানতেই হবে কে তিনি। কেন এমন করলেন। রহস্য উপন্যাস প্রচুর লেখক লেখেন কিন্তু কেন ইনি আমার সবচেয়ে প্রিয়?
ইনার ভাবনার গভীরতা। যে ভাবে ভেবেছেন, গল্প কে সাজিয়েছেন, পাঠক কে মনস্তাত্ত্বিক যে জগতে ঢুকিয়েছেন এবং শেষ করেছেন এই সিগনেচার স্টাইল আমি আজ অবধি কোনো লেখকের লেখায় পাইনি আপনি বিশ্বাস করুন বা না করুন।
আর এখানেই ইনার কৃতিত্ব যে স্টাইল উনি ধরে রেখেছেন প্রতি গল্পে। বারবার আমাজন এ চোখ বোলাই আর দেখি এজীবনে আমার সাইকোলজির জনক নতুন কোনো বই প্রকাশ করলেন কিনা কারণ জানি আবার ও নতুন কিছু পেতে চলেছি। আমার হৃদয় থেকে উনার কলম কে প্রণাম। আমি ধন্য উনার লেখক সত্বার সময় কালে পাঠক হিসেবে বিচরণ করছি। এই সময় সমাপতন তো নাও হতে পারত। এক আত্মা আর এক আত্মার সাথে পরিচিত হওয়া থেকে বঞ্চিত হত।
"We are all born evil. Just some good parenting, good environment make some of us kind, extraordinary and above all a human being. "
রিভিউটি লিখেছেনঃ Riya
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।