উপন্যাস - যুদ্ধ অপরাধী?
লেখিকা - মৌমিতা ঘোষ
প্রকাশক - পত্র ভারতী
প্রকাশকাল - ফেব্রুয়ারি, ২০২২
পরিচ্ছদ - ৪১
মূল্য - ₹৩৪৯/-
"একদিকে, আমার ছেলে বিদেশ থেকে লড়ছে তার মায়ের জন্যে, অন্যদিকে, বিশ্বাসে আজ রক্ত লাগিয়ে অন্য'রা লুকিয়ে রয়েছে বনে।"
এই উপন্যাস পড়ার পরে এই কথাটা না লিখলে হয়ত ভুল হত।
'যুদ্ধ অপরাধী' কারা? যারা দেশের স্বাধীনতার জন্য বিদেশে থেকে দেশের জন্য লড়াই করেছিল নাকি যারা দেশে থেকে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল! এই উপন্যাস তোমাকে এটা নিয়ে ভাবতে শেখাবে। উপন্যাসের মূল চরিত্র ঝাঁসির রানি বাহিনীর সদস্য চারুবালা দেবীর পৌত্র ঋত্বিক ডাকনাম বিল্টু, সময়ের সাথে সাথে আরও একটা চরিত্র মূল চরিত্রের সমান্তরালে চলতে থাকে তার নাম বহ্নি যে বাঙালি তবে আমেরিকা নিবাসী ছিলেন। আর এই দুটি চরিত্রের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে স্বল্প পরিসরে যে চরিত্রটি মানুষের মন দখল করেছে সে হল মৌলী। কিন্তু এই চরিত্রগুলোর আসল উদ্দেশ্য কি? তারা কি করতে চাই? চলুন বলেই দি, তারা এটাই প্রমাণিত করতে চাই যে, যে সমস্ত ভারত মায়ের সন্তান, মায়ের সম্মান রক্ষার দাবীতে লড়াই করেছিল বিদেশের মাটিতে থেকে তাদের'কে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরক্ষোভাবে 'যুদ্ধ অপরাধী' তকমা দেন। কিন্তু তারা কি সত্যি 'যুদ্ধ অপরাধী'? না তারা যুদ্ধ অপরাধী নয়, আর সেটাই প্রমাণ করায় এদের উদ্দেশ্য। কিন্তু এটা মোটেও সহজ কাজ নয়। পুরো ইতিহাস বদলাতে হবে এই তকমা হাটাতে গেলে। যে যুদ্ধ ঋত্বিকের একার ছিল সেটা ছড়িয়ে পড়ে বহু মানুষের মধ্যে। তারা দল গঠন করে। ঠিক তখনই তাদের উপর আছড়ে পড়ে রাজনৈতিক ঢেউ। ঠিক সেসময় ছড়িয়ে পড়ে দলের প্রতিটি সদস্য। দল ভেঙে যাই। ওরা বুঝে যাই, এ লড়াই'টা তাদের'কেই করতে হবে। তারপর খুনের থ্রেট আসতে শুরু করে ঋত্বিকের, রেপের ভয় দেখানো হয় বহ্নি'কে ..... কিন্তু অবশেষে কি হবে? ঋত্বিক আর বহ্নি কি সত্যিই পারবে এই যুদ্ধ অপরাধী তকমা মুছে দিতে? যদি তারা সফল হয়, তাহলে তাদের সফলতার পথ ঠিক কতটা কঠিন ছিল?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে অবশ্যই পড়তে হবে মৌমিতা ঘোষের উপন্যাস 'যুদ্ধ অপরাধী'? একদিকে দেশ নায়কের গল্প, অন্যদিকে হালকা প্রেমের গল্প বলবে এই উপন্যাস। আর যেখানে যুদ্ধের ছোঁয়া রাজনৈতিকতা'কে স্পর্শ করে সেখানে রক্ত আর খুন কীভাবে দূরে থাকবে, তাই রক্ত আর খুন দুটোই আছে উপন্যাসে কিন্তু কার খুন?
তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি পড়ে ফেলুন মৌমিতা ঘোষের লেখা 'যুদ্ধ অপরাধী?'
ধন্যবাদ
রিভিউ লিখেছেন - Subhajit Biswas
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।