বই: মন্দার গড়ের রহস্যময় জোৎস্না
লেখক: বিমল কর
কল্পবিজ্ঞান সিরিজ
বিজ্ঞান আর কল্পবিজ্ঞান, এই বিশ্বে সমান্তরালে চলা দুটি বিষয়। যার মধ্যে প্রথমটির ব্যাখ্যা আছে প্রমাণ আছে দ্বিতীয়টির ব্যাখ্যা থাকেলও কোনো বাস্তব প্রমাণ বা ঘটনা নেই। আর মানব জাতির চিরাচরিত স্বভাব যাহ কিছু অজানা, অচেনা তার দিকেই ছুটে চলা। তাই কল্পবিজ্ঞান নিয়ে রচিত হইছে এত গল্পঃ এত কাহিনী। সহজ ভাষায় বললে এমন কিছু বৈজ্ঞানিক ঘটনা যাহ হয়তো ভবিষ্যতে হবে বা হতে পারে আবার নাও পারে , যার কিছু ব্যাখ্যা থাকবে আবা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে অর্থাৎ বিজ্ঞান আর কল্পনা মিলে মিশে একাকার হয় যাবে। এই কাহিনী ও তাই।
গল্পঃ র মূল চরিত্র কৃপনাথ র দাদা হারিয়ে যান হঠাৎ করে কিছু অদ্ভুত আলোর খোঁজে। যার উৎস বা কারণ কেউ জানে না । দু বছর পর এক ডাইরি আসে ভাইয়ের হাতে যাহ পরে মনে হয় মন্দার গড় নামক জায়গায় অমাবস্যা তেও দেখতে পাওয়া জোৎস্না র খোঁজে হারিয়েছেন তিনি। কৃপানাথ তার বন্ধু আনন্দ কে নিয়ে বেরিয়ে পড়ে খোঁজে।কিন্তু যে জায়গায় বাস্তবিক কোনো প্রমাণ বা ভৌগলিক কোনো অবস্থান নেই টা খোঁজা অসম্ভব। তবুও অনেক তথ্য জুড়তে জুড়তে পৌঁছেন বিহার সীমান্তের এক ধর্মশালায় যেখানে পরিচয় হয় কুমারবাবু নামক ব্যক্তির সঙ্গে। পুরো ঘটনা শুনে রাজি হয় যান তাদের সঙ্গে অ্যাডভেঞ্চার e যেতে অর্থাৎ কৃপনথ র দাদা কে খুঁজতে।
পাহাড়ি রাস্তা পেরিয়ে খুঁজতে খুঁজতে পৌঁছেন এক অদ্ভুত জায়গায়। অবাক তারা। এমন ঘন জঙ্গল যেখানে দিনের আলো ঠিক ঠাক পৌঁছেও না সেখানে অদ্ভুত কিছু ক্যাম্প , কাঁটা তার তাদের মনে প্রশ্ন তোলে । যে জায়গা কোনো ম্যাপ e খুঁজে পাওয়া যায়না , অদ্ভুত আলোর জন্য কেউ আসেনা , যে আসে হারিয়ে যায় সেখানে কিকরে এমন ক্যাম্পের ব্যবস্থা!!! কারা থাকে সেখানে ? কেনই বা থেকে ? কৃপা র দাদা যে আলোর খোঁজে এসেছিল সেটা কি ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঢুকতে যায় সেই নিষিদ্ধ পাণ্ডব বর্জিত স্থানে।আর তখনই ঘটে সেই সাংঘাতিক ঘটনা। সেই ভয়ঙ্কর শব্দ যা জঙ্গলের বুক চিরে খানখান করে দেয় নিস্তব্দতার প্রাচীর , কাঁপিয়ে দেয় অনুসন্ধানী দের হৃদয়।
কি সেই শব্দ! কি হলো তারপর? কোথায় গেলো কৃপার দাদা? সেই অদ্ভুত আলোয় বা কি? সেকি এই বিশ্বের না ভিন গ্রহের কিছু? কিভাবে বাঁচবে তারা? বিজ্ঞান যেখানে উন্নতির চরম শিখরে অবস্থিত সেখানে এমন জায়গায় এত অদ্ভূত ঘটনা লোক চক্ষুর আড়ালে কিভাবে প্রতিনিয়ত ঘটছে? কেনো সবাই পালাচ্ছে সেকাহন থেকে আর কেনই বা সভ্য সমাজ জানে না এর অস্তিত্ব? যাহ ঘটছে সেকি কাল্পনিক? নাকি বিজ্ঞান?
এসব প্রশ্নের উত্তর পেতে গেলে পড়তেই হবে মন্দার গড়ের রহস্যময় জোৎস্না। কল্পবিজ্ঞান যাদের প্রিয় তাদের জন্য খুবই মনোমুগ্ধকর কাহিনী, পরিবেশ বর্ণনা, পরিস্থিতির উল্লেখ খুবই সুন্দর। পড়তে পড়তে প্রতিটা মুহূর্তে মনে হয় একই বাস্তব? নাকি বিজ্ঞান? নাকি কল্পবিজ্ঞান যার কোনো প্রমাণ নেই শুধু মনপ্রসুত ব্যাখ্যা আছে। এই বিশ্বের কতটুকুই ব জানি কতটুকুই বা চিনি আমরা, নতুন করে অনেক কিছু জানতে পারব এই গল্পের মাধ্যমে। যা ভিন গ্রহের ঘটনা ভেবে ভয় পাচ্ছি আমরা কৌতূহল জাগছে তাকি সত্যি ভিন গ্রহের না এই পৃথিবীরই অন্য আর এক রহস্য ? জানতে গেলে পড়তেই হবে।
রিভিউটি লিখেছেনঃ Dream P
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।