মৃত রাজা জাগো
সৈকত মুখোপাধ্যায়
তিনটি নভেলেটের সংকলন।
মুনিয়ার আংটি চিতলভাসা গ্রামের গল্প। শেষ পর্যন্ত ফরেস্ট গার্ড মুক্তিনাথ ছেত্রীর পরিবারে কিভাবে পারিবারিক মিলন হল, সঙ্গে চলে আসে কিছু অতি বাস্তব সমস্যা । জঙ্গলের চোরাকারবার সন্ত্রাসবাদ দেশপ্রেম সবকিছু মিলেমিশে যায়। প্রান্তিক বা গ্রামীণ পরিবারগুলির ছোট ছোট ছেলেমেয়েরা অল্প বয়সে থেকে নিজের দেশ ও দেশের সম্পদকে বাঁচাতে শেখে, রক্ষা করতে শেখে দেশের স্বাধীনতা এবং অবশ্যই দেশের ক্ষতিকারক মানুষগুলি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ও বুদ্ধি দিয়ে চরিত্রগুলি বড় আপন হয়ে যায়।
দ্বিতীয় গল্প মৃত রাজা জাগো যেখানে মধ্যপ্রদেশের নারিয়া উপজাতির মানুষদের মধ্যে প্রচলিত এক কিংবদন্তীর কথা। যে কিংবদন্তীকে আশ্রয় করে নারিয়ারা সমাজের মধ্যে আজও সভ্যতার ষড়যন্ত্রে কোণঠাসা হতে হতে আত্মরক্ষা করে এবং বিশ্বাস করে একদিন তাদের রাজা ফিরে আসবেন। তারই মধ্যে তাদের জীবন বদলাবে। শেষ পর্যন্ত গবেষকের সন্ধানী দৃষ্টিতে সে কিংবদন্তী কিভাবে সত্য হয়ে ওঠে এবং মিশরের মমীর শরীরের সুরক্ষা থেকেও আধুনিকতম এক মমি যা এই আদিবাসী প্রান্তিক মানুষগুলির অর্জিত জ্ঞান গবেষককে বিস্মিত করে বিস্ময়ের অবশ্য আরো বড় যে সেই মমি দেহে একদিন প্রাণ ফিরে আসে মমি সুরক্ষিত হয় সকলের চোখের সামনে অথচ কেউ তাকে আবিষ্কার করতে পারে না। গল্প শেষের এই চমকটি গল্পের সব থেকে বড় সম্পদ আর এ গল্প শেষ পর্যন্ত এদেশের প্রাচীনতম ভূমিপুত্র পা দের প্রতি গভীর মানবিক সমর্থন তৈরি করে।
দীঘলবাড়ির দুরন্ত দিনগুলো নীল চ্যাটার্জির গল্প। এ গল্পের কেন্দ্রে রয়েছে এমন এক অমৃত পাতা যার রস যথার্থই সর্ব রোগহর। অতীত ভারতের কোনো প্রাচীন পুঁথি সেই পাতার সন্ধান দেয়।। আর সন্ধান দেয় সেই পাতার উৎসের কিছু আশ্চর্য ছবির। ঘটনাচক্রে ডুয়ার্সের অরণ্যে এই টুকরো টুকরো কোলাজগুলি জোড়া লেগে ধাঁধার সমাধান হয়। আগামী দিনে সেই অমৃত পাতা যথার্থই মানুষের উপকারে ফিরে আসবে কিনা জানা নেই। জানা নেই সভ্যতার লোভ আরো অনেক কিছুর মতোই মানুষের চিকিৎসার ইতিহাসে মোর ঘোরানো এই অতীত সম্পদকে ভবিষ্যৎ সুরক্ষা দিতে পারবে কিনা। কিন্তু উপস্থিত এক কিশোর এরই জোরে সুস্থ হয়ে ওঠে। আর নতুন করে প্রমাণ হয় প্রকৃতির রহস্যময় ইতিহাসের সবটা বা অনেকটাই আজও মানুষের অজানিত।
তিনটি কাহিনী মানুষের অরণ্য প্রেম, ভূমিকেন্দ্রিক জীবনে সরল অথচ গভীর বোধকে সম্মান করা, এবং মানব সভ্যতা সুস্থ বিকাশের পথে বাধা স্বরূপ যারা তাদের বিরুদ্ধে সাহসী লড়াইয়ের ছবি তুলে আনে। তাই একদিকে রোমাঞ্চকর কাহিনী হিসেবে অন্যদিকে মানবিক শিক্ষার উৎস হিসেবে গল্পগুলি ছোট বড় সবারই খুব পছন্দের হবে।
রিভিউটি লিখেছেনঃ Dhraba Mandol
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
বই- মৃত রাজা জাগো
লেখক - সৈকত মুখোপাধ্যায়
জঙ্গলের পটভূমিকায় লেখা বইটিতে তিনটি গল্প রয়েছে
🌿১.মৃত রাজা জাগো - বিখ্যাত নৃতত্ত্ববিদ প্রফেসর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি ফিল্ড ওয়ার্ক অসম্পূর্ণ থেকে গিয়েছিল। মধ্যপ্রদেশের জঙ্গলে বসবাসকারী নারিয়া উপজাতিদের বিশ্বাস তাদের শেষ রাজার মৃতদেহ নাকি কোথাও মমি করে লুকিয়ে রাখা আছে। তিরিশ বছর আগে প্রফেসর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেও সেই মমি উদ্ধার করতে পারেননি। অনেক বছর পরে তাঁর তরুণ ছাত্র মৃন্ময় আবার ফিরে য়ায় মধ্যপ্রদেশের জঙ্গলে, মৃত রাজার খোঁজে। তারপর? মৃন্ময় কী পারবে তাঁর স্যারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে? মৃত রাজা কী আবার জেগে উঠবে?
🌿২.দীঘলবাড়ির দুরন্ত দিনগুলো - ধনেশ পাখির ওপর একটি প্রজেক্ট বানাতে ডুয়ার্সের দীঘলবাড়ির জঙ্গলে আসে ওয়াইল্ড - লাইফ ফটোগ্রাফার নীল চ্যাটার্জি। সেখানে তাঁর আলাপ হয় ডক্টর সব্যসাচী মিত্রের সাথে, যিনি আদিবাসীদের ঔষধি লতাগুল্মের গুণাগুণ খুঁজে বেড়ান। দীঘলবাড়ির জঙ্গলে ডক্টর মিত্র খুঁজছিলেন অমৃতপাতার গাছ। সে এমন এক পাতা যার রস পেটে গেলে সব রোগ সেরে যায়। হেঁয়ালিতে মোড়া সেই অমৃতপাতার ঠিকিনা কী খুঁজে পেল নীল চ্যাটার্জী?
🌿৩.মুনিয়ার আংটি - সামতা ভ্যালি ন্যাশনাল পার্কে ঢোকার জন্য চিতলভাসা গ্রামের ভেতর দিয়েই যেতে হয়। গ্রামের বাসিন্দা ফরেস্ট গাইড মুক্তিনাথ ছেত্রী এই জঙ্গলের জন্তুজানোয়ার, বিভিন্ন প্রজাতির পাখি, সাপখোপ এমনকী গাছপালাগুলোকে নিজের হাতের তালুর মতো চিনতো, সেই মুক্তিনাথ ছেত্রী একদিন জঙ্গলে হারিয়ে গেল। মুক্তিনাথ ছেত্রীর ছোট্ট মেয়ে মুনিয়ার মাঝে মাঝেই বাবার সেই বাঘ তাড়ানোর আংটি টার কথা মনে পরে। তাঁর মা বলেছে, স্বর্গ থেকে উড়ে আসে যে হাঁসেরা তারাই একদিন ঠোঁটে করে বাবার আংটি ফেরত নিয়ে আসবে। কিন্ত যেদিন তাঁর দাদা মোহনও অদ্ভুতভাবে জঙ্গলে হারিয়ে গেল, সেদিন দাদাকে খুঁজতে গিয়ে সেই রূপকথার জগৎ থেকে মুনিয়া আছড়ে পড়ল ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মধ্যে। শেষ পর্যন্ত মুনিয়া খুঁজে পেল তার দাদাকে? খুঁজে পেল হাঁসের ঠোঁটের আংটি?
তিনটি গল্পই খুব ভালো লাগলো পড়তে। প্রত্যেকটি গল্পেই প্রকৃতিকে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। প্রকৃতির সাথে মিশে আছে রহস্য, মানবিকতা।
রিভিউটি লিখেছেনঃ Rupa
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।