বই : রামায়ণ খোলা চোখে
লেখক: হরপ্রসাদ মুখোপাধ্যায়
প্রকাশনী: বিংশ শতাব্দী
রেটিং : ৮/১০
রামায়ণ মহাভারত নিয়ে আলোচনামূলক গ্রন্থের সংখ্যা কম নয়। বিভিন্ন দিক থেকে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এ দুই মহাকাব্যের। আলোচ্য গ্রন্থে অলৌকিকত্ব, অবতারবাদ সরিয়ে রেখে বাস্তব ইতিহাসের নিরিখে একজন রাজা এবং তাকে ঘিরে ঘটে চলা রাজপরিবারের ভিতরের ও দেশের রাজনৈতিক ঘটনাবলীর চরিত্র বিশ্লেষণ করেছেন লেখক। মূল চরিত্রদের জীবনের নানা সিদ্ধান্তের ও তাদের কাজের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিয়েছেন তৎকালীন রাজনীতির মাপকাঠিতে। তাছাড়াও উত্তরকান্ডে রামকথার ভিড়ে অব্যক্ত, মহাকবির ভিন্ন এক চিন্তা-চেতনা-দর্শনের ফল্গুধারা যে বয়ে চলেছে রামায়ণে তারও হদিশ দিয়েছেন। এ বই আসলে সন্ধান দেয় রামায়ণের ভিতরে লুকিয়ে থাকা সমকালীন ইতিহাসের, রাজনৈতিক ঘূর্ণাবর্তের এবং সেই সঙ্গে জড়িয়ে থাকা কয়েকজন মানুষের ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার, তাদের চিন্তা-চেতনার। এ বই পড়তে গিয়ে তাই প্রশ্ন জাগে বাল্মিকীর মহাকাব্য রচনার সেই দৃষ্টিকোণ কি আজ সময়ের নিয়মে ধূলোর আস্তরণে ঢেকে গিয়ে আমাদের মনে অন্য রঙ ফলায়? ভুমিকাতে লেখক জানিয়ে দেন তাঁর প্রশ্নগুলির বিষয়ে। বইটির বিশেষত্ব হলো শুধুমাত্র বাল্মিকী রামায়ণ নিয়েই আলোচনা আর এই আলোচনায় লেখক বেছে নিয়েছেন হেমচন্দ্র ভট্টাচার্য কৃত বাল্মিকী রামায়ণের বাংলা গদ্যানুবাদ। ফলে রামায়ণের একেবারে মূল ঘটনার মধ্যেই প্রশ্ন এবং যুক্তিগুলি সীমাবদ্ধ থেকেছে, আঞ্চলিক রামায়ণগুলির অতিরিক্ত কাহিনির জটিলতা ও বিশালতায় পথ হারায়নি। রচনার ভাষা বেশ সরল। অঙ্কের মতো পরপর যুক্তি সাজিয়ে লেখক নিজের বক্তব্য প্রমাণ করেছেন, কিন্তু অতিরিক্ত তথ্যে ভারী করেননি। সব মিলিয়ে বইটি বেশ সুখপাঠ্য এবং সহজপাঠ্য -ও বটে।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।