বই: সাতকাহন
লেখক: সমরেশ মজুমদার
প্রকাশ: ১৯৬৭
মূল্য: ৬৫০৳
বইয়ের সারসংক্ষেপ:
উত্তরবাংলার চা বাগানে বড় হওয়া মেয়ে দিপাবলী,বন্ধুদের সাথে আড্ডা,লুকিয়ে মাছ ধরতে যাওয়া নিয়েই জীবন তার ভালোই কাটছিল।হুট করে কাল বৈশাখি ঝড়ের মতো তার জীবনে নেমে আশে অন্ধকার এক ঝড়।বিয়ের এক দিনের মাথায় স্বামীর মৃত্যুতে তাকে মানতে হয়েছিল বিধবাদের সকল নিয়ম অনিচ্ছা স্বত্ত্বেও।জীবন যেন নতুন করেই শুরু হয় আবার।এখানেই কি শেষ হয়েছিল দিপাবলীর জীবন নাকি শুরু হয়েছিল?
পাঠপ্রতিক্রিয়া:
বইটা দ্বিতীয় বার শেষ করেছি।তবুও যেন নতুন পড়তেছি এমন মনে হচ্ছিল।প্রথম কিনে যখন পড়তে চেয়েছিলাম দু পাতার বেশি পড়তে পারিনি।এত বড় বই এত ছোট ছোট লেখা পড়া অসম্ভব মনে হয়েছিল।তারপর একবছর রেখে দিয়েছিলাম।যখন আবার এই বইটা পড়তে ধরেছিলাম।তখন মনের অবস্থা বারোটা বেজে ছিল কিছু সমস্যার কারণে,ধীরে ধীরে যখন পড়া শুরু করেছিলাম বের হতে পারিনি এটা থেকে।এতটা মুগ্ধ কোন বই আমায় করেনি।নতুন ভাবে চলার অনুপ্রেরণা যেন প্রতি পাতায় পাতায় ছিল।
পড়তে গিয়ে প্রথমে রাগ লেগেছিল অনেক টা,শুধুমাত্র একটা ভুলের বোঝা তাকে তার জীবনের শেষ পর্যন্ত বড়ে বেড়াতে হবে কেন।অতীত চলে গেলেও এটার রেশ থেকেই যায় আজীবন।এটাই হয়েছিল দিপাবলির সাথে।সমরেশ মজুমদারের লেখা আমার এত্ত পরিমাণ মুগ্ধ করেছে বলার বাহিরে।
ইচ্ছা আগ্রহ থাকলে যে কতদূর যাওয়া যায় বইটা পড়লেই বুঝা যায়।কিছু কিছু ঘটনা এমন ভাবে লিখেছে যে সেটা থেকে অনেক গভীর শিক্ষা নেয়া যায় চাইলেই।কিছু কিছু ভুল আমরা জেনে বুঝে আঁকড়ে ধরে রাখি আজীবন এটা ঠাম্মা চরিত্র টার মধ্যেই তুলে ধরা হয়েছে।আবার অনুশোচনা যে কতটা ভয়ানক সেটাও ভালো ভাবেই বুঝিয়ে দেয়া হয়েছে।সব চেয়ে বেশি অবাক হয়েছি একটা চরিত্র কে নিয়ে,মানুষের স্বার্থে আঘাত লাগলে যে কতটা ভয়ানক হতে পারে মানুষ। আপন মানুষ গুলাই কেমন যে পর হয়ে যায় তখন।অদ্ভুত দুনিয়ার নিয়ম। আবার আরেকটা চরিত্র অবাক করেছে কত্ত অবিলায় নিজের খারাপ দিক গুলা মানুষের সামনে তুলে ধরেও দিব্যি চলাফেরা করে,কেউ কিছু বলার সাহস ও পায়না,ক্ষমতার জোর কি এতটাই বেশি যে খারাপ কে ভালো বানিয়ে দেয়?
বইটায় এত্ত কিছু আছে যা এভাবে তুলে ধরাও যাবে না,প্রতিটা চরিত্র কথা বলেছে পুরো বই জোরে।
পার্সোনাল রেটিং: ৫/৫
রিভিউটি লিখেছেনঃ Aiman
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।