বই - শব্দযাত্রা লেখক সংঘ
লেখক - জুবায়ের আলম
পাবলিকেশন - বুক স্ট্রিট
জনরা - সাসপেন্স থ্রিলার
খুন হতে শুরু হলেন বেশ কিছু লেখক, প্রকাশক ও চিত্রনাট্যকার। ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করল এই প্রকাশনা জগতের এক ঘোলাটে অতীত। সুকান্ত, একজন টাইপিস্ট ও লেখক। টাকার বিনিময়ে অন্যের হয়ে বই লিখে দেয় সে। সুকান্ত খুনগুলোর সাথে নিজেকে জড়িয়ে এই কেইসের প্রাইম সাসপেক্ট হয়ে ওঠে।
ডিটেকটিভ ব্রাঞ্চের চিফ এজেন্ট আমানুল্লাহ জায়েনুদ্দিনকে নিয়ে নেমে পড়েন তদন্তে।কে আছে এই খুন গুলোর পেছনে? সুকান্ত কি খুনগুলোর সাথে সত্যিই জড়িত! নাকি ফাঁসানো হচ্ছে তাকে। ‘শব্দযাত্রা লেখক সংঘ’ এ জিনিসটাই বা কি?
'শব্দযাত্রা লেখক সংঘ' আমার পড়া জুবায়ের আলমের প্রথম বই। প্লট বেশ নতুন লেগেছে আমার কাছে। কাহিনী গতিশীল।যেভাবে কাহিনী এগিয়েছে একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা কঠিন। কোথাও মনে হয়নি লেখক বেশি বর্ণনা দিচ্ছেন বা কোনো ঘটনার আরেকটু বর্ণনা থাকলে ভালো হতো। আমার মনে হয় যারা সিরিয়াল কিলিং বিষয়ে থ্রিলার পড়তে ভালোবাসেন তাদের অবশ্যই এই বইটা পড়া উচিৎ।
রিভিউটি লিখেছেনঃ Sumon
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।