বইয়ের নাম - তক্ষক
লেখক - দেবজ্যোতি ভট্টাচার্য
আমার রেটিং - ৭/১০
নরকের দরজা খুলে যাওয়াতে নাগরাজ টাখ উবাখ বা তক্ষক মর্ত্যে আবির্ভূত হন এবং প্রতি ছয় হাজার বছর পর পর তিনি এক শতাব্দীর জন্য জেগে ওঠেন এবং সমস্ত মর্ত্য শাসন করতে উদ্যোগী হন কিন্তু প্রতিবারই কোনও না কোনও শক্তির দ্বারা পরাজিত হয়ে আবার তিনি সপ্তম পাতালে ফিরে যান। শেষবার তিনি খাণ্ডববনে পাণ্ডবদের হাতে পরাজিত হন এবং তার শাবকদের মৃত্যু হয় এবং তিনি পাতালে ফিরে যাওয়ার আগে প্রতিশোধস্বরূপ পাণ্ডবদের বংশধর পরীক্ষিতকে হত্যা করেন।
ছয় হাজার পর, আবার সময় হয়েছে তার জেগে ওঠার, কিন্তু এইবার কে রক্ষা করবে এই পৃথিবীকে? একমাত্র ফিলহার্ট স্ফটিক পারে এই অমর তক্ষককে কাবু করতে। কিন্তু আনুস্ক্রিটার পাতাল থেকে কে উদ্ধার করবে সেই ফটিক? ইতিমধ্যে তার তিনজন শিষ্য তার সাথে বিশ্বাসঘাতকতা করায় প্রচণ্ড ক্রুদ্ধ তক্ষক এইবার সাতটি আলাদা আলদা স্থানে তার শাবকদের জন্মের ব্যবস্থা করেছে, যাতে এই পৃথিবীকে শাসন করার মাঝে আর কোনও বাধা না আসতে পারে।
কি হবে শেষ পর্যন্ত? কে বাঁচাবে পৃথিবীকে তক্ষকের হাত থেকে? আদৌ কি কেউ পারবে এই কঠিন কাজে সফল হতে? একের পর এক রহস্যজনক মৃত্যু, ষড়যন্ত্র, এক কথায় ঘটনার ঘনঘটায় কখন যে রুদ্ধশ্বাসে বইটা একবারে শেষ করে ফেললাম টেরই পেলাম না, শেষ হয়ে গেলেও মনে রেশ থেকে যায়।
থ্রিলারপ্রেমীরা, পড়ে দেখতে পারেন, হতাশ হবেন না।
রিভিউটি লিখেছেনঃ Biswajit
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।