বই: ২৪ নম্বর শ্যামানন্দ রোড
লেখক: সবুজ মুখোপাধ্যায়
প্রকাশক: খোয়াবনামা
মূল্য: ₹২০০
বইটি শেষ করতে বড়জোর ঘন্টা দুয়েক লেগেছিল। কিন্তু এই দুই ঘন্টা এবং পরবর্তী বেশ কিছু সময় ধরে আশ্চর্য এক অনুভূতির স্রোত বয়ে গেল। সহস্র কোটি স্মৃতির এক বিষণ্ন স্রোত যেন। পরিবর্তনই প্রকৃতির নিয়ম বটে! তবে যারা গত শতকের শেষের দিকটায় নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যৌথ বাঙালী পরিবারে জীবনযাপন করছে, তাদের মধ্যে বোধহয় পুরাতনকে রোমন্থন করার এক অভ্যাস থেকে যায়। এই বই হল সেই রোমন্থন। বইয়ের প্রতিটি অধ্যায়ের সাথে একাত্মতা বোধ হতে থাকে, যেন এটা তো আমারই ছোটবেলা, আমারই বাড়ির কথা। ঘটনাগুলি যেন প্রত্যেক পরিবারেরই - কেবল ভিন্ন ভিন্ন চরিত্রের সমাহার।
কমবেশী ১৫০ পাতার ঝকঝকে বইটি পাঠশেষে সেই চেনা বিষণ্নতা, সেই চেনা খুশি, সেই চেনা দুঃখ আর সেই চেনা আনন্দের যেন এক পাঁচমেশালী রেশ। দুটি বিষয় বিশেষ উল্লেখযোগ্য। বইয়ের শেষের দিকে পরিশিষ্ট এবং উৎসর্গ অংশখানি। শুধু ওইটুকুর জন্যই বইটি সংগ্রহে রাখা যায়।
রেটিং দেব না। বড্ড মনের মত হয়েছে লেখাগুলি।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।