Review
উপন্যাস: আলোর গন্ধ
লেখক: স্মরনজিৎ
লেখকের লেখার বৈশিষ্ট্য হলো আপনি পড়বেন, আপনি প্রচুর চরিত্রের সমাবেশ দেখতে পাবেন, আপনি তাদের মধ্যে উপন্যাসের গতিধারার সাথে যোগসূত্র খুঁজে পাবেন, তারপর তাদের মধ্যে ভীষণ রকমের crisis চলে আসবে, আর তারা উপন্যাসের শেষে crisis থেকে বেরিয়ে আসবে, কিন্তু সেই crisis বা জীবনের complexity থেকে বেরিয়ে আসাটা যদি সঠিক বুনেটে না বোনা হয় তো পড়তে পড়তে এক boaring লাগাটা খুব তাড়াতাড়ি চলে আসে।আর এই boaring না লাগাতে দেওয়াটাই লেখকের ক্রেডিট।
কলেজে পড়া দীঘি, যার জীবনে আর্য থেকেও মনে হয় কিছু নেই।এদিকে রুহানের ক্রিকেটার হওয়ার ব্যর্থতা তাড়িয়ে বেড়ায়।জিয়ানার মাঝে দেখা যায় এক অপরাধবোধ, আদিত্য তার নারী আসক্তি থেকে বেরিয়ে আসতে চায় মালিনী কে পেয়ে,রাহীও চেষ্টা করে আগলে রাখতে ওর কাছের মানুষকে, আর এদের সবার সঙ্গে যোগসূত্র থাকে এক নীল চোখের মানুষ, এদিকে রাহী আর আদিত্য জমি সংক্রান্ত বিবাদে আরো crisis এর সম্মুখীন হয়, আর বাকি চরিত্র রা এই নীল চোখের মানুষটাকে নিয়ে জীবনের complexity resolve এর আশা দেখে, তো আলোর গন্ধ নিয়ে এই নীল চোখের মানুষটি কি পারবে এদের জীবনে crisis আর complexity থেকে বের করে আনতে।
লেখকের উপন্যাস টি পড়ে আমার boaring তো লাগেনি, বরং একটানা পড়ে শেষ করেছি, হয়তো ওই crisis বোনার কাজটা তিনি দারুন পারেন দেখে আমাকে উপন্যাসটি আটকে রেখেছিল, কেন্দ্রীয় চরিত্র কে ঘিরে যেভাভে তিনি বাকি চরিত্রের জীবনে আলোর গন্ধ এনেছেন, তার জন্য লেখক প্রশংসার দাবী রাখতে পারেন।সবশেষে বলবো, সুখপাঠ্য, যদি আপনি জীবনের ও সম্পর্কের জটিলতা নিয়ে পড়তে ভালোবাসেন।
রিভিউটি লিখেছেনঃ Joydeep
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।