review
বই - অনুভবে তুমি
লেখিকা - অর্পিতা সরকার
ইঞ্জিনিয়ারিং কলেজের লেকচারার নৈঋতকে ধূতি-পাঞ্জাবি পরে বরবেশে একাকী স্টেশনে দেখে প্রথমেই অবাক হতে হয়। না সে পালিয়ে বিয়ে করছে না, আবার সে বিয়ে থেকে পালাছেও না৷ তাকে তার বিয়ে থেকে পালিয়ে যাবার কাতর অনুরোধ পালন করছে মাত্র।
ওদিকে বিয়েবাড়িতে বর নৈঋত পালিয়ে যাওয়াই প্রথমে বরের বাড়ির লোককে অপমানিত হতে হচ্ছে, তারপর দেখা যায় কণে অহনাও নেয়।
পরে খবর পাওয়া যাচ্ছে বর-কণে (নৈঋত ও অহনা) একসঙ্গে রয়েছে। মানে পুরো ঘেটে যাওয়া অবস্থা আর কি।
তবে আসলে ঘাটবেন না।
শান্ত-সৃষ্ঠ স্বভাবের লেকচারার নৈঋত আর অকুতোভয় রাজনৈতিক খবর করা টিভি সাংবাদিক অহনার চরিত্র যে এক হবে না সেটাই স্বাভাবিক। কিন্তু যেখানে বৈপরীত্য সেখানে যদি ভালোবাসা থাকে তাহলে তা সত্যিই বড়ো মধুর লাগে। এই গল্পে আপনি সেই ভালোলাগা যথেষ্ট পাবেন। আর তাছাড়া আমারা যেভাবে চলি, মানে জীবন-যাপন করি, খুশি থাকার ভান করি আমাদের মন হয়তো অন্যকিছুই চায়। মায়ের দেখা মেয়েকে বিয়ে করতে গিয়ে সেই মেয়ের নির্দেশেই বাড়িছাড়া হয়ে তারই সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রেমে পরা।
ঘটনার অগ্রগতিতে সাক্ষাৎ হবে আরও একাধিক প্রেম কাহিনীর। প্রতিটা কাহিনীই নিজের চরিত্রে অনন্য। অফিসকলিগের সঙ্গে প্রেম; সাংবাদিক-ছাত্রীর প্রেম; বাবার ছাত্র ও মেয়ের প্রেম; অসম আর্থিক পরিস্থিতির দুই কলেজ ছাত্র-ছাত্রীর প্রেম। প্রতিটি ঘটনায় একসূত্রে সুন্দর ভাবে বেঁধেছেন। পাবেন একাধিক পরিবার যাদের অবস্থা ভিন্ন, সমস্যা ভিন্ন কিন্তু ঘটনায় এক হয়ে ওঠা। মা-বাবার ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা সহ মান অভিমান।
আর পাবেন এক অসৎ, বদমাশ রঙমিস্ত্রী...শয়তান স্বামী, নিষ্ঠুর বাবাকে। যার সঙ্গে মানিয়ে নেওয়া এক অসহায় স্ত্রী তথা মা।
কাহিনী একটা হলেও অনেক ঘটনায় ভিন্ন ভিন্ন স্বাদ পাঠাক পাবে।
কোন এক সত্য অনুসন্ধানে অহনার বিয়ে ছেরে পালানো কি সার্থক হল??? কি সেই সত্য??
যে মেয়ে বিয়ে না করে পালাতে বলে তার প্রতি প্রেম কি পরিণতি পাবে???
এক অমানুষের সঙ্গে লড়াই করে দীপা কি পারলো তার মেয়েকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে???
প্রীয়াঙ্কা-অনীক কি পারবে পারিবারিক বৈপরীত্য সত্বেও এক হতে???
আর বিজুকাকা যে বাবার কথামত পণের টাকা না পাওয়ায় বিয়ে ছেরে চলে এসেছিল তারই বা কি হল???
সেই লগ্নভ্রষ্টা গরীব বাবার মেয়ে দীপার কি হল???
জানুন... পড়ুন...
(নিজের কথা- বইটা কিনেছিলাম এক বন্ধুর বিয়েতে উপহার দেবো বলে, দেবার আগে একটু পড়তে গিয়ে এতগুলো প্রেম কাহিনীর মধ্যে নিজেও গল্পটার প্রেমে পরে যায়। খুব দ্রুত শেষ করে শেষমুহূর্তে প্যাকিং করে বিয়েবাড়ি।
আর নির্বাচনী ব্যাস্ততায় গ্রুপের নিয়ম রক্ষার্থে রিভিও দিলাম তাড়াহুড়ো করে_ভালো সমাপতন)
_মনোজিৎ
রিভিউটি লিখেছেনঃ Monogit Das
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
review
বই :অনুভবে তুমি
লেখিকা : অর্পিতা সরকার
একটি মেয়ে তার বিয়ের বাসর থেকে পালিয়ে যায় হটাৎ করে নিজের অতীত সম্পর্কে কিছু জানতে পেরে, কোন একটা ফোন কল থেকে। সাথ নেয় হবু বড়,সেও জানতে চায় কেন মেয়েটি তার সাথে এইরকম করলো। বেশ ভালো একটা প্লট তৈরী হল,পড়তে বেশ ভালো লাগছিলো। কিন্তু গল্প শেষ হবার পরে সবটা কেমন যেন বোকা বোকা লাগলো, মেয়েটি শুধুমাত্র যে হিন্ট পেয়ে এতবড় সিদ্ধান্ত নিয়েছিল সেটা বাস্তবে কেউ নেবে না।ভিলেন লোকটা শেষে মেয়েটিকে রেপ করার যে প্ল্যান করেছিলো সেটারো কোন লজিক নেই, এত বুদ্ধিমান ভিলেন অথচ ওইভাবে রেপ বা মার্ডার করলে ধরা পরতেই হবে সেটা বোঝার মতো বুদ্ধি নেই। টোটাল গল্পটাকে লজিক দিয়ে না ভেবে পড়লে পড়তে ভালোই লাগবে।