বিষবৈদ্য
লেখক - দেবজ্যোতি ভট্টাচার্য্য
যারা দোর্দোবুরুর বাক্স বা পংখিলালের গুহা পড়েছেন তাদের কে বিষবৈদ্য কে তা নতুন করে বলে দিতে হবেনা, যারা পড়েন নি তাদের কে বলি চট জলদি উপরের দুটি বই এর যেকোনো একটি দিয়ে শুরু করে ফেলুন যাত্রা, শুভ কাজে দেরি করবেন না (ভয় নেই স্পয়লার দিচ্ছি না এই রিভিউতে)।
বর্তমান এই বইটি বিষবৈদ্য এর অজানা background এবং প্রথম জীবনের কিছু কাহিনী নিয়ে সাজানো, এ বিষয়ে বিষবৈদ্য - প্রেমী দের অধিকাংশ কৌতূহল নিবারণে সক্ষম হয়েছে বলেই আমার মত, সবকটি গল্পই signature style অনুরূপ ।
এই বই প্রকাশের ফলে বিষবৈদ্য এর দুনিয়াদারি আরো সমৃদ্ধ হয়ে পাঠকের কাছে পৌঁছলো, এবং ভবিষ্যতে আরো বিস্তারের আশা জাগলো।
আশা করি লেখক প্রকাশক এ বিষয়ে সক্রিয় আছেন এবং আমরা খুব শীঘ্রই আরো কিছু উপন্যাস পড়ার সুযোগ পাবো এই series এ, তা ছাড়া বিষবৈদ্য সমগ্র আকারে প্রকাশ হওয়ার জন্যও আশা থাকলো ।
রিভিউটি লিখেছেনঃ কৃষ্ণেন্দু
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।