বিয়োগ পর্ব
দেবতোষ দাশ
(পত্র ভারতী)
দেবতোষ দাশের লেখার সঙ্গে আমার পরিচয় বিষকন্যা (জলের প্রতিভা) এবং অবশ্যই বিন্দুবিসর্গ পড়ার সুবাদে। এবং তখন থেকেই তার লেখার আমি ভক্ত বলা যায়। সেই জায়গা থেকেই ২০২০ সালের বইমেলায় এই বইটি কিনে ফেলি। উপন্যাসটি মূলত আবর্তিত হয়েছে ফেনীর মধুপুর গ্রামের তালুকদার এবং ব্যবসায়ী মুরলীধর দাস এবং তার পরিবারের ওপর, তাদের দৈনন্দিন জীবন, আশা আশঙ্কা, এক অনির্দিষ্ট ভবিষ্যতের কথা এবং কিভাবে চোখের সামনে নিজভূমে পরবাসী হয়ে তাদেরকে দেশ ছেড়ে চলে আসতে হয়। শুধু এই পরিবারটি নয়, আরও অনেক চরিত্র এখানে সময় সময় উপস্থিত হয়েছে যাদের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু মানুষদের যন্ত্রনা ফুটে উঠেছে। আর এর মধ্যে কোথাও গিয়ে যেন জাতপাতের সমীকরণটাও প্রবলভাবে স্পষ্ট। আপাত ধীরগতির উপন্যাসটি কোথাও গিয়ে একটা নস্টালজিয়ার কাজ করবে। আবার একটা অব্যক্ত যন্ত্রনাকেও জাগিয়ে তুলবে, বিশেষ করে বাবা মা মেয়েকে হারিয়ে পাগল হয়ে যাওয়া ডাক্তার সুধীন্দ্র কর যখন ফেনী স্টেশনে বলবেন, "ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার।"
মোটের ওপর বইটিকে ভালো বলা যায়, বর্তমানে দেশভাগের ওপর যত বই লেখা হয়েছে তার মধ্যে বইটি মোটামুটি ওপরের দিকেই থাকবে। চরিত্রগুলো নিয়ে আরো একটু খেলার জায়গা ছিল, কিন্তু এমনিতে যেটুকু আছে সেটাও মন্দ নয়।
ব্যক্তিগত রেটিং: ৩.৭৮/৫
রিভিউটি লিখেছেনঃ R Kar
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।