উপন্যাসিকা - বক্সের বাইরে
লেখক - উল্লাস মল্লিক
প্রকাশক -আনন্দ পাবলিশার্স
প্রথম সংস্করণ -ডিসেম্বর, ২০০৯
উল্লাস মল্লিক কে আমরা সাধারণত রম্য রচনা ও হাস্য রসের লেখক বলেই জানি। কিন্তু বক্সের বাইরে এই বইটি মনোস্তত্ব ও খেলার জগৎ আর বাস্তব জগতের এক আশ্চর্য মেলবন্ধন ঘটেছে। নভেলা টির প্রধান চরিত্র হলো মূল চরিত্র অমিত।
শ্রীলেখা, তাপসদা, ভবানীদা, লাহাবাবু, চিকু, বাবুদা এই চরিত্র গুলি কে কেন্দ্র করে কাহিনী এগিয়েছে। এই উপন্যাস টি পাঠক কে অনেকটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর লেখন শৈলীর সাথে মিল পাওয়া যায়। সেক্ষেত্রে নতুন ধরণের লিখন মাধ্যম দিয়ে উল্লাস মল্লিক আমাদের চমকে দিয়েছেন। মানব মনের গহনে প্রবেশ করে লেখক আমাদের কাহিনীর সাথে একাত্ম করেছেন।
এই বইটি মননশীল পাঠকের ভালো লাগবে।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।