বই এর নাম :- ডেয়ার অর ডাই।
লেখকের নাম :- সায়ন্তনী পূত্তুন্ড
ভয় কাকে বলে? আমরা যে জিনিষ দেখে বা যাকে দেখলে বুকের হার্টের গতি হটাৎ মারাত্মক বেড়ে গিয়ে গলায় উঠে আসে , পটি পায় , হিশু পায় বা অজ্ঞান হয়ে যাই... সেই অনুভূতিটাই হলো ভয়। কারোর মধ্যে এই ভয়টাই আরো গভীর ভাবে জন্ম নিয়ে ফোবিয়ায় পরিণত হয়( আমার যেমন কুচকুচে কালো রঙের গরু দেখলেই বুকের ভিতর এত জোরে হার্ট দৌড়ায় মনে হয় আমি অজ্ঞান হয়ে যাবো আর গরুটা আমাকে মেরে ফেলে দেবে দেখতে পেলেই , তাই আমি কালো গরু যতদূর সম্ভব দেখলেই রাস্তা নয় পাল্টে ফেলি নয় তো কোথাও লুকিয়ে পড়ি)।
গল্পের ট্যাগ লাইন 'what is your phobia?'
গল্পের শুরুতে দেখি একটা লোক জীবন্ত মানুষ সে মর্গের ভিতর দৌড়াচ্ছে শুধু বেরোবার আশায় , আর বাঁচবার জন্য ক্রমাগত চেষ্টা করতে করতে শেষে হার মেনে কার্ডিয়াক ফেলিওর বা scared to death hoye সে মারা যায় । প্রশ্ন ওঠে কি করে সে মর্গে ঢুকলো? তার পর আরেকজন 17তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মারা যায় এবং এখান থেকে একটার পর একটা রহস্যের জটা বাঁধতে থাকে আর সিআইডি এর অধিরাজ ব্যানার্জি ডাক্তার দূর্বাশার সাহায্যে কেসের একটার পর একটা জোট খুলতে শুরু করে। এখানে বলতে পারি প্রতিটা ফোবিয়াকে কিভাবে মার্ডার ওয়েপন ব্যাবহার করা যায় সেটা দেখে মুগ্ধ হয়েছি । প্লট টুইস্ট দারুন ... মোট কথা একটানা পড়ে ফেলা যায় গল্পটা । পড়ে দেখতে পারেন .... ঠকবেন না।
রিভিউটি লিখেছেনঃ Nancy Dutta
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।
সায়ন্তনী পুততুণ্ড
বিভা প্রকাশনী
অধিরাজ অ্যাডাল্ট সিরিজ র তৃতীয় বই এই ডেয়ার ওর ডাই। আগের মতোই রোমহর্ষক কেস নিয়ে এই গল্পঃ । তবে আগে যেখানে খুনি ব্যাবহার করেছে নানা রকম অস্ত্র এখানে খুনের মাধ্যম ভয়। আমাদের প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মনে আজীবন একটা আতঙ্ক হিসাবে রয়ে যায় , আমরা সেই পরিস্থিতিতে আবার পড়তে ভয় পাই,বা ছোট থেকে কিছু বিষয়ে ভয় সারাজীবন রয়েই যায়। আর এই ভয় কে কাজে লাগিয়েই এক এক খুন কর চলেছে অজানা খুনি।
খুনি কে ধরতে গিয়ে cid টীম জানতে পারে একই কলেজের প্রাপ্তন ছাত্রছাত্রীরা হচ্ছ খুনের শিকার যারা নিজেরাই এক সময় ছিল সেই কলেজের ত্রাস। তাদের অত্যাচারের বদলা নিতেই এই খুন । Adhiraj আর তার টিম কিভাবে খুনীর নাগাল পায় টা নিয়েই কাহিনী এগিয়েছে আর যত এগিয়েছে adhiraj নিজেই নিজের জীবনের সাংঘাতিক এক ভয় , আতঙ্ক এর সম্মুখীন হইছে ।
গল্পঃ নিএ তেমন কিছু বলার নেই কারণ আমার ব্যাক্তিগত ভাবে মনে হইছে আগে দুটো গল্পের তুলনায় খুবই সাধারণ । রহস্য সেরোম ঘনীভূত হয়নি ।
গল্পঃ নিয়ে আমার তেমন আপত্তি না থাকলেও একটা গুরুত্বপুর্ণ কেস সলভ করতে ফরেনসিক বিভাগের সাথে cid টীম এর বন্ডিং দেখাতে যেরম কৌতুক করা হইছে সেখানে আপত্তি আছে ।
একটানা রহস্য উত্তেজনা থেকে মুক্তি দায় সামান্য কিছু কৌতুক কিন্তু সেটা ভাঁড়ামি পর্যায় চলে গেলে তাল কাটে যেটা এখানে হইছে । আর অফিসার ইনচার্জ এর রূপ বর্ণনা প্রতিটা পাতায় মনে বিরক্ত আনে। আর প্রতিটি মহিলা অফিসার বা কোনো মহিলার একবার দেখেই হুঁশ হারিয়ে ফেলা টা একটু বাড়াবাড়ি বলে আমার মনে হইছে । তার সাথে ক্রমশই dr র চরিত্র কে হাসির খোরাক বানানোর চেষ্টা গল্পের তাল কেটেছে ।
এগুলি বাদ দিলে একবার adhiraj series হিসাবে পড়াই যায় খুব খারাপ লাগবে না ।
মতামত সম্পূর্ণ ব্যাক্তিগত । কারোর মনঃক্ষুন্নের কারণ হলে ক্ষমাপ্রার্থী।
রিভিউটি লিখেছেনঃ Dream P