বই: দরিয়া-ই-নুর
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
জনরা: থ্রিলার
প্রচ্ছদ: ডিলান
প্রকাশনী: বাতিঘর প্রকাশনী
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ১১২
মুদ্রিত মূল্য: ২০০/-
❝লোভ এমনই এক ঘোড়া, ছুটতে থাকবে, ছুটতে থাকবে... একটুও থামবে না! পথের শেষ হয়ে গেলেও ছোটার শেষ হবে না, নতুন পথ তৈরি করে নেবে সেই পাগলা ঘোড়া!❞
দীর্ঘ পনেরোটা বছর পর জেল খেটে বের হয়েছে মীর্জা আশেক। এর মাঝে বদলে গেছে অনেক কিছুই। কেমন আছে রোজী? তার গুরুরই বা কী খবর? সবথেকে বড় কথা, জেল থেকে বের হয়েই আবার কেন নতুন একটা দাঁও মারতে নেমে গেলো আশেক?
ছোট করেও যে উৎকৃষ্ট থ্রিলার লিখা যায়, তার প্রমাণ এই নভেলাটি। অল্প কলেবর এই নভেলায় চরিত্রায়ন, কাহিনী বুনোট সবকিছুই যথাযথভাবে ফুটে উঠেছে।
যদিও ঘটনা প্রবাহ কোনদিকে যাবে,বা কিভাবে হবে সমাপ্তি, তা যেকোনো থ্রিলারপ্রেমীই কিছুটা হলেও অনুমান করতে পারবেন,তাও লিখনশৈলীর জাদুতে পুরোটা শেষ করতে চাইবেন।
এর বেশি কিছু বলতে নিলে অনেকখানি স্পয়লার হয়ে যাবে।
ব্যস্ততার মাঝে কম সময়ে কোনো থ্রিলার পড়ে শেষ করতে চাইলে এই নভেলাটি পড়া যেতে পারে।।
রিভিউটি লিখেছেনঃ Uchchash
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।