উপন্যাস দৌড়
লেখক সমরেশ মজুমদার
প্রকাশনী আনন্দ
উপন্যাসের পটভূমিকা কলকাতার সেই রেসমাঠ।
বিকাল নামতেই একটা সময় অফিস ফেরত কলকাতা বাসীর চির পরিচিত ঠিকানা ছিল রেসের মাঠ। লাল বই হাতে নিয়ে সবাই প্রবেশ করত মাঠে। বইতে থাকতো হিসাবপঞ্জী। পছন্দের ঘোড়ার উপর বাজি রেখে চলতো প্রতীক্ষা ... গ্যালারি ভর্তি লোকের দৃষ্টি শুধু ঐ মাঠ, যেখানে সারি সারি ঘোড়ার পিঠে জকি সওয়ার, মাঠে ঘোড়া দৌড়ানো আর জীবন যুদ্ধে মানুষের ছুটে চলা চলার মধ্যে কোন পার্থক্য নেই, ছিটকে পড়লেই সমাপ্তি।
রাকেশ জেনে ছিল রেসের মাঠ একই সাথে টাকা এবং গ্লামারের কেন্দ্রবিন্দু।
সুহাসদা, অংশুমান, মিস্টার রয় , রিয়া চরিত্রগুলি একের পর এক আসতে থাকে। যাদের জীবন আবর্তিত হয় রেসের মাঠ কে ঘিরে।
রিভিউটি লিখেছেনঃ Soumendra Mitra
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।